আমরা এখন প্রায় সকলেই Social network এর সাথে যুক্ত ৷কিন্তু নির্দিষ্ট পরিমান পিকচার সাইজ না জানার কারনে আমাদের প্রোফাইল ও টাইমলাইন অতটা সুন্দর দেখায় না৷তাই আমি সামাজিক যোগাযোগের মাধ্যম গুলোর picture regulation বলে দিচ্ছ৷এতে প্রোফাইল আরো সুন্দর দেখাবে..
##ফেজবুক•প্রোফাইল ইমেজ – ১৮০x১৮০ পিক্সেল।
•কভার ফটো – ৮৫১x৩১৫ পিক্সেল।
•টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার –
•১২০০x৬৩০ পিক্সেল।
•টাইমলাইনে শেয়ার করা লিংকের ইমেজের
•আকার – ১২০০x৬২৭ পিক্সেল।
•ফেসবুক পেজের কভার ফটো – ৮২৮x৩১৫ পিক্সেল।
•প্রোফাইল – মূলত ৪০০x৪০০ পিক্সেল রিকমান্ড করা
হয়ে থাকে যদিও সেটা ডিসপ্লে করা হয় ২০০x২০০
পিক্সেলে।
•হেডার – ১৫০০x৫০০ পিক্সেল।
•টাইমলাইনে শেয়ার করা ইমেজের আকার –
টুইটার ফিডের ক্ষেত্রে এজন্য সর্বনিম্ন ৪৪০x২২০
পিক্সেল এবং সর্বোচ্চ ১০২৪x৫১২ পিক্সেল।
•চ্যানেলের কভার – ২ ৫৬০x১৪৪০ পিক্সেল।
•ভিডিও থাম্বনেইল – ১২৮০x৭২০ পিক্সেল।
•চ্যানেল আইকন – ৮০০x৮০০ পিক্সেল।
•প্রোফাইল – ২৫০x২৫০ পিক্সেল।
•কভার ইমেজ – ১০৮০x৬০৭ পিক্সেল। সর্বোচ্চ আকার
২১২০x১১৯২ পিক্সেল।
•শেয়ার্ড ইমেজ – দৈর্ঘ্য ৪৯৭ পিক্সেল।
•প্রোফাইল – ২০০x২০০ পিক্সেল।
•ব্যাকগ্রাউন্ড ইমেজ – ১৪০০x৪২৫ পিক্সেল।
•লিংকড ইন ব্লগ/স্ট্যাটাস আপডেট – ৬৯৮x৪০০
পিক্সেল।