Site icon Trickbd.com

মজার কিছু জোকস পড়ুন আর প্রাণ খুলে হাসুন

Unnamed


হন্তদন্ত হয়ে পোস্ট অফিসে ঢুকলেন এক
ভদ্রলোক। পোস্টমাস্টারের কাছে গিয়ে
বললেন-

ভদ্রলোক : এই যে ভাই শুনছেন, আমার স্ত্রী
হারিয়ে গেছে।

পোস্টমাস্টার : তো পোস্ট অফিসে এসেছেন
কেন? থানায় যান।

ভদ্রলোক : ওহ! তাই তো! দুঃখিত ভাই। আসলে
খুশিতে কী যে করব, বুঝে উঠতে পারছি না
______________________
বিয়ের পরদিন সকালের নাশতায় রুটিতে কামড়
দিয়ে স্বামী বলল-

স্বামী : একি! রুটিতে এটা কী লাগিয়েছ?

স্ত্রী : রুটি পুড়ে গেছিল তো, তাই মাখনের
বদলে স্যাভলন ক্রিম মেখে দিলাম। ভালো হয়নি
খেতে?
_________________________

রাস্তা দিয়ে যাচ্ছিল দুই বন্ধু পল্টু আর শাল্টু।
হঠাৎ ওপর থেকে বিদ্যুতের তার ছিড়ে পড়লো
পল্টুর গায়ে। বিকট চিৎকার দিয়ে সে পড়ে গেল
মাটিতে, মুখ দিয়ে গোঁঙানি বেড়িয়ে আসছে…

ওদিকে বন্ধুর সাহায্যে কিছু না করে উল্টো
ক্ষেপে গেল শাল্টু। ধমকে বললো
আরে ভীতুর ডিম ওঠ! দুইদিন ধরে কারেন্ট নাই,
জানস না!

এবার পল্টু তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো।

স্মার্টলি গা-হাত-পা থেকে ধূলো ঝাড়তে
ঝাড়তে বললো
থ্যাঙ্কস, বন্ধু! আজ তুই না থাকলে তো মরেই
গিয়েছিলাম। ব্যাপারটা জানতামই না…

Tipswap.in সাইটে কিছু এডিটর লাগবে হতে চাইলে কল +8801779797008

Exit mobile version