Site icon Trickbd.com

ভিন্ন ভিন্ন কলার এর জন্য ভিন্ন ভিন্ন রিংটোন সেট করুন আপনার এন্ড্রয়েড ফোন এ, কোন এপস ছারাই By – A$HIF

Unnamed

আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেনন।
আজকে আমি আপনাদের দেখাব

কিভাবে কোন এপস ছারাই আপনার ফোন দিয়ে বিভিন্ন কলার এর জন্য বিভিন্ন রকমের রিংটোন সেট করবেন।


তো চলুন শুরু করা যাক –

[N:B: আমি এইটা symphony w75 এ ট্রাই করেছি ]

১)প্রথমে আপনার ফোনের ডিফল্ট কন্ট্রাক লিস্ট এ যান।

২) এবার আপনি এর নাম্বার টি তে আলাদা রিংটোন সেট করবেন তা সিলেক্ট করুন। তবে অঅবশ্যই খেয়াল রাখবেন যেন নাম্বার টি ফোনে সেভ করা থাকে।

৩) এবার নিচের দেয়া স্ক্রিনশট টি দেখুন

৩) অপশন থেকে Set Ringtone এ ক্লিক করুন

৪) এবার মিডিয়া স্টোরেজ সিলেক্ট করুন

৫) সবশেষে আপনার পছন্দের রিংটোন বা গান সেট
করে ok করুন

৬) এবার ওই নাম্বার থেকে কল দিয়ে নিশ্চিত হোন 🙂 🙂 🙂

আশা করি বুঝতে পেরেছেন।

কেমন লাগল কমেন্টে জানাবেন। আশা করি না বুঝার কিছু নেই।

পোষ্ট টি আমার নিজের লেখা গুগলে পাবেন না কপি করলে ক্রেডিট দিবেন।
কোন ভুল হলে মাফ করবেন।

ধন্যবাদ Riadrox ভাইকে। ভাই এর পোষ্ট দেখেই পোষ্ট করার অনুপ্রেরণা পেয়েছি। না বুঝলে কমেন্ট করবেন। ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য।

আজকে এ পর্যন্তইই। আবার হাজির হব নতুন কোন ট্রিক নিয়ে সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন নিয়মিত নামাজ আদায় করুন