কিছু সাইট আছে যেগুলাতে ডাউনলোড স্পিড একেবারে কম। যেমন indishare, mkvcinema এরকম আরও অনেক সাইট আছে যেগুলাতে ডাউনলোড স্পিড অনেক কম দেয়। ৩জি স্পিড যদিও সিমের উপর নির্ভর করে তারপরও কিছু সাইটে দেখবেন আপনি অনেক স্পিড পাচ্ছেন কিছু সাইটে দেখবেন পাচ্ছেন না। তাই এই সব সাইটের কোনো বেশি এমবির মুভি বা অন্য কিছু নামাতে গেলে আপনার অনেক সময় লেগে যায়। তাই আজকে আমি আপনাদের এর একটা সমাধান দিচ্ছি।
মনে রাখবেন এখানে প্রথমে আপলোড দিতে হয় পরে ডাউনলোড দিতে হয়। আপলোড দিতে কোনো এমবি কাটবে না।
.
আপলোড সিস্টেম:
আমি অনেকগুলা ট্রাই করে দেখেছি। তার মধ্যে দেখা গেছে Clicknupload সাইটটাতেই সব থেকে বেশি স্পিড দেয়। সেই কারনে আপনি Clicknupload.me তে একটা একাউন্ট খুলবেন। কিভাবে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনি স্ক্রিনশটগুলা খেয়াল করুন। মনে রাখবেন এইসব কাজ আপনার Uc browser বা এই জাতীয় Browser দিয়া করতে হবে। প্রথমে uc browser দিয়ে আপনি Clicknupload.me তে ঢুকুন, তারপর দেখুন:
আপনার একাউন্ট খুলা হয়ে যাবে। আগে আপনি যে ফাইলটি ডাউনলোড দিবেন। অর্থাৎ সেই কম স্পিড দেয়া সাইটের ফাইলটার ডাউনলোড লিংকটা কপি করে নিবেন। তারপর আবার clicknupload.me তে আসবেন আর সেটা এখানে আপলোড দিবেন, দেখুন:
আপলোড হতে কিছু সময় লাগবে। আপনি এর ফাকে অন্য কাজ করে নিবেন। তারপর আসি ডাউনলোড সিস্টেমে, স্ক্রিনশটগুলা ভাল করে দেখুন:
কপি করা শেষ। এখন আপনি Uc mini handler Apps টাতে যাবেন। আর Address bar এ লিখবেন Hideip.co তার পর দেখুন,
এবার দেখবেন সেই ফাইল ফুল ৩জি স্পিডে ডাউনলোড হবে। কোনো প্রকার ঝামেলাও করবে না।
ধন্যবাদ, ভাল থাকবেন।
https://www.facebook.com/profile.php?id=100009746468438
https://www.facebook.com/profile.php?id=100009746468438
যদি চালিয়ে থাকেন তাহলে এখানে পোষ্ট করেন। এমবির খুব দরকার।
দুটো পদ্ধতি ভালোই।কিন্তু এতো প্যাচানোর কি দরকার??তাছাড়া বর্তমানে কোনো ফ্রিনেট নেই,এই অ্যাপ সম্পর্কিত।
তা অবশ্যই ফ্রি নেট নিয়া।।।
আমারা জানি আপনে ফ্রি নেট ব্যবহার করেন।।।
আমারা করি না।।।
আপনে ফ্রি নেট শেয়ার করবেন না।।।
তাই আমরা মনে করি এই সকল পোষ্ট না করা ভালো।।
all the best