অাসসালামুঅালাইকুম,
অাশা করি সবাই ভালো অাছেন। অাজকে
অামার পোষ্টের বিষয় হচ্ছে “বিটকয়েন”।
অামি পোষ্ট করার অাগে ৩০-৪০ মিনিট সময়
নিয়ে গুগলে ঘাটাঘাটি করে তারপর করি।
সহজ ভাষায় বিটকয়েনের ব্যাখা কোথাও
পাইনি , তাই অামি পোষ্টটি করতে বাধ্য
হলাম।
বিটকয়েনের সাথে মোটামোটি সবাই
পরিচিত। অনলাইন ইনকামের মধ্যে সবচেয়ে
সহজ উপায়ই হচ্ছে বিটকয়েন।
বর্তমানে ১ বিটকয়েন = বাংলাদেশের
৭১৪৬৩ টাকা।
অামরা জানি কয়েন মানে হচ্ছে মুদ্রা বা
পয়সা। বিট কয়েন এমনই একটা মুদ্রা। এটার
কোনো শেষ নেই। এটা নির্দিষ্ট কোনো
কোম্পানি দ্বারা পরিচালিত হয়না ; নিজে
তৈরী হয়।
অাগেই বলেছি,অনলাইন ইনকামের মধ্যে
সবচেয়ে সহজ উপায়ই বিটকয়েন। তবে এটি
দ্বারা অাপনি চাইলেই হাজার হাজার
টাকা ইনকাম করতে পারবেননা। তবে একদম
পরিশ্রম না করেই এটার মাধ্যমে অাপনি
অন্তত অাপনার মোবাইল খরচটা চালাতে
পারবেন। বিটকয়েন এখন সহজেই মোবাইলে
রিচার্জ করা যায়।
মূল কথা হচ্ছে বিটকয়েনে পরিশ্রম যেমন
ইনকাম তেমন। তবে পরিশ্রম ছাড়াও এটা
থেকে ইনকাম করা যায়, ঐ যে বললাম শুধু
মোবাইল খরচটা।
অাপনি চাইলে বিটকয়েনের মাধ্যমেই মাসে
১৫-২০ হাজার টাকাও ইনকাম করতে পারবেন।
তারন ১ টা বিটকয়েনের দাম বাংলাদেশি
প্রায় ১৭ হাজার টাকা। অার এরকম
ইনকামের জন্য একটুতো পরিশ্রম করা
লাগবেই।
বিটকয়েনের একক হচ্ছে “স্যাতোশি”। ৫ টা ২
টাকার কয়েন মিলে যেমন ১০ টাকা
বিটকয়েন তৈরী হয়। অার এই স্যাতোশি
উপার্জনের জন্য রয়েছে নানারকম এপস এবং
ওয়েবসাইট। সেগুলো থেকেই স্যাতোশি
ইনকাম করা যায়।
বিটকয়েনটা কি অাশা করি সকলে বুঝে
গেছেন। এখন যদি অাপনার মনে হয়
বিটকয়েন ব্যবহার করলে অাপনার লাভ
হবে,তবে নেমে পরুন বিটকয়েন ইনকামে।
সবার জন্য শুভকামনা। ট্রিকবিডির সাথেই
থাকুন।