সবাইকে আমার অগ্নিঝড়া মার্চ মাসে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার পোষ্টটি শুরু করছি । আশা করি সৃষ্টিকর্তা সহায় হলে সবার উপকারে আসবে
তো বন্ধুরা , এন্ড্রোয়েড দিয়ে পেপাল একাউন্ট তৈরির মূল পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ।
আমার আগের পোষ্টগুলো পড়ে না থাকলে এখনই পড়ে নিন ।
পর্ব ১,২,৩
আর বন্ধুরা, আজকে আমি দুইটি পর্ব নিয়ে এসেছি ।
একটি মূল পেপাল একাউন্ট তৈরি ,
আর একটি 2-3 পর যে ব্যাংক একাউন্ট ভেরিফাই করতে হয় সেটা ।
আশা করি আপনি শুরু থেকে 1-5 পর্ব পরযন্ত দেখলে আর আপনার পেপাল নিয়ে কোন সমস্যা হবে না ।
আর বন্ধুরা, 4 এবং 5 পর্বের জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছে আপনাদের জন্য , তবে এটি কোন ব্যাপার না ।
আর পেপাল এর সব screenshot আপনাদের দিতে পারছি না তাই অনেক দুঃখিত ।
তবে পর্ব 4 এবং 5 এর জন্য আপনাদের অবশ্যই ভিডিও দেখে দেখে একাউন্টটি তৈরি করতে হবে ।
কারণ এতো স্টেপ বাই স্টেপ পোষ্টে অনেক জামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে ।
তো বন্ধুরা, ৪র্থ পর্বের ভিডিওটি দেখুন
আর বন্ধুরা, পেপাল একাউন্ট তৈরি করা যে খুবই সহজ 1-5 পর্ব দেখলেই বুঝতে পারবেন ।
আপনাদের সুবিধার্থে পেপাল একাউন্ট খোলার screenshot দিলাম দেখুন ।
তারপর নিচে থেকে business account create এ যাবেন এবং এরকম পেজ পাবেন
সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেলে শেষে এরকম পেজ আসবে
তারপর my profile এ গিয়ে সব বক্স পূরণ করে নিবেন
এবং যা যা আপডেড দেওয়ার বাকি তা পূরণ করে নিবেন
Security question গুলোও যোগ করে নিবেন
শেষে ৪ র্থ ভিডিওটি দেখে নাম্বার এবং ব্যাংক ভেরিফাইড ভেরিফাইড এর জন্য আবেদন করবেন ।
নাম্বার সাথে সাথে ভেরিফাইড হয়ে যাবে কিন্তু ব্যাংক ভেরিফাইড হতে 2-3 দিন লাগবে ।
ব্যাংক ভেরিফাইড এর জন্য আবেদন করার পর আপনার পেওনিয়ার এ পেপাল দুইটি $ পাঠাবে এবং তারপর আপনাকে তা কনফার্ম করতে হবে ।
ভালো ভাবে বুঝার জন্য ৫ ম ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে ।
আর বন্ধুরা, কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও আশা করি যথাযথ সাহায্য করতে পারব ।
তো বন্ধুরা , সবাই ভালো থাকবেন আর একটি কথা মনে রাখবেন , ” লোভে পাপ , পাপে মৃত্যু” বেশি লোভ ভালো না আজকাল অনলাইনে একদিনেই লাখ টাকার ইনকাম বিষয়েও শুনা যাচ্ছে । এসব লোভে পড়বেন না । নিজে ভালো থাকুন এবং অন্যকেও ভালো থাকার সুযোগ করে দিন ।
আজকের মতো এখানেই বিদায় । আপনাদের উৎসাহ পেলে পরের পর্বে পেপাল থেকে কীভাবে টাকা হাতে পাবেন এই বিষয় নিয়ে পোষ্ট করব । ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ।