আজ আমি তোমাদের সামনে কোনো পোষ্ট নিয়ে হাজির হয়নি। শুধু তোমাদের উৎসাহিত কমেন্ট গুলো নিয়ে হাজির হয়েছি।
আমি ট্টিকবিডিতে একেবারে নতুন মাত্র একমাস হলো তোমাদের সাথে জয়েন হলাম।
আমার খুব ভাল লাগে নিজের knowledge বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করতে, আর সবচেয়ে বেশি ভাল লাগে মানুষদেরকে হেল্প করতে।
আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, পাশাপাশি কলেজ সেকেন্ড ইয়ারে পড়া-শোনা করতেছি।
আমি এই নেটের জগতে প্রবেশ করি ২০১২ সাল থেকে তখন Tips Tune তে মডারেটর ছিলাম।
পরে কয়েক মাস কাজ করার Tips Tune বন্ধ হয়ে যায়, তখন থেকে আমি ও এই জগত থেকে Youtube জগতে ফিরে যায়। এবং ২ টি Youtube চ্যানেল নিয়ে কাজ শুরু, আর ঐ দুটি চ্যানেল এখন আমরা ৩ জন ফ্রেন্ড মিলে ব্যবহার করি।
যাই হোক যা নিয়ে এ পোষ্ট লেখা।
আসলে ভাই ট্টিকবিডিতে পোষ্ট লেখার মন জাগরত হয়ে গেছে শুধুমাত্র কয়েক জন ভাল বন্ধুর ভাল কমেন্টেরর জন্য।
যাদের কমেন্টে উৎসাহিত আমার পোষ্ট লেখা। নিচে স্কিনশর্ট দেয়া হলো।
md reaz তোমাকে ও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।
Misuk তোমার কাছ থেকে সবমসময় ভালো কমেন্টের আশা করি, আর তুমি আশা পূরণ করেই ছাড়ো, অসংখ্য ধন্যবাদ তোমাকে।
একেই বলে বন্ধু!!! Rasel তোমাকে আমার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।!
সামনের থেকে ইনশাআল্লাহ আরো ভাল পোষ্ট পাবে।
Thanks A lot SHakib
এখানে অনকেই আছে সবাইক আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ।
আশা করি তোমরা সবসময় আমার পাশে থাকবে। আমি ও তোমাদের পাশে থাকবো (ইনশাআল্লাহ)
আরেকটি কথা !!! বন্ধুরা তোমরা সবাই আমার সাথে Fb তে যোগাযোগ করো।
আমার নতুন চ্যানেলটি সাব্স্ক্রাইব করে নাও। Tips City – Subscribe Now