(আগেই বলে নেই, Device Id Changer নিয়ে অনেক আগে একজন টিউনার পোষ্ট করেছেন বাট তার পোষ্ট শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলো, এবং স্কিনশর্ট বিহীন ছিলো।)
আজ আমি আপনাদের কে দেখাবো কিভাবে এক ক্লিকে মোবাইলের imei,Android Id,Serial,Wifi address,BT Address Etc চেন্জ করবেন। এর জন্য আপনার মোবাইলটি অবশ্যই রুট করা থাকতে হবে।
এর জন্য আপনাকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
১/ Xposed Installer
ডাউনলোড লিংক ঃ
Xposed installer
২/Device Id Changer Pro
ডাউনলোড লিংক ঃ
Device Id Changer
ডাউনলোড শেষ হলে উভয়টি সফটওয়্যার ইন্স্টল দিবেন।
ইন্স্টল কমপ্লিট হলে প্রথমে প্রবেশ করবেন Xposed Installer-এ , প্রবেশ করার পর Modules- এ ক্লিক করুন।
তারপর Device ID Changer-এ ঠিক চিন্হ দিয়ে দিবেন।
ঠিক চিন্হ দিয়ে Back-এ এসে Framework-এ ক্লিক করুন।
তারপর Install Update-এ ক্লিক করুন।
রুট পারমিশন চাইবে Allow-তে ক্লিক করুন।
এখন আপনার মোবাইল বন্ধ হয়ে চালু হবে, চালু হওয়ার পর Xposed এর কাজ শেষ।
আসুন !!! আগে আমার মোবাইলের Imei And Seria No. দেখে নেয়।
এখন আমরা প্রবেশ করবো Device Id Changer-এ,
প্রবেশ করার পর আপনি আপনার মোবাইলেরর Imei,Android Id,Serial Wifi Address,BT Address Etc দেখতে পাবেন।
আপনি শুধু Random All- এ ক্লিক করে Apply- তে ক্লিক করবেন।
Apply- এ ক্লিক করার পর মোবাইলটি বন্ধ করে চালু করবেন।
আর মোবাইল চালু করলেই Magic দেখতে পাবেন।
দেখুন!!! আমার মোবাইলের সব চেন্জ হয়ে গেছে।
ব্যাস!!! আপনার কাজ শেষ!!!
এখন যদি আবার আগের Imei. Android Id,Serial ফিরিয়ে আনতে চান তাহলে Device Id Changer- এ প্রবেশ করে Restore-এ ক্লিক করে Restore Original Ids- ক্লিক করুন এবং মোবাইলটি বন্ধ করে চালু করেন।
আর যাদের উক্ত পোষ্ট টি বুঝতে সমস্যা হয় তারা ভিডিও দেখে কাজ করুন।
আর যেকোনো সমস্যা হলে আমাকে জানাবেন।