Site icon Trickbd.com

যাদের মোবাইলে Nokia Headphone সাপোর্ট করে না তারা নিয়ে নিন সমাধান

Unnamed


আসসালামুআলাইকুম


কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে যেকোনো মোবাইলে অরিজিনিয়াল নকিয়া হ্যাডফোন সাপোর্ট করাতে হয়। ব্যক্তিগত ভাবে নকিয়া হ্যাডফোন ছাড়া অন্য হ্যাডফোনের আওয়াজ আমার কাছে কেমন জানি লাগে, নকিয়া এর শব্দ এবং এর Bass ও অনেক ভালো। তো আর কথা না বলে কাজে চলে যাইঃ

প্রথমে আপনার নকিয়া হ্যাডফোনটা কোন ট্যাস্টার বা খাতা শেলাই করার সূচ দিয়ে খুলুন। খোলার পর নিচের ছবির মতো চিহ্নিত যে দুইটা তার আছে এগুলোকে আমাদের একসাথে লাগিয়ে দিতে হবে, তবেই যেকোনো মোবাইলে সাপোর্ট করবে

দুইটা তার আপনি ঝালাই করে লাগিয়ে দিতে পারেন, আর যদি আপনার কাছে ঝালাই মেশিন না থাকে তবে একটা তার কেটে তার ভেতর থেকে সোবালি রঙের তার নিয়ে ছোট একটা কুন্ডলি বানান এবং উপরের ছবির চিহ্নিত স্থানের উপর ট্যাপ দিয়ে লাগিয়ে দিন। বুঝতে না পারলে নিচের ছবিটা দেখুনঃ


↑ এভাবে ট্যাপ দিয়ে আটকিয়ে এবার হ্যাডফোনটা আগের মতো করে ফিটিং করে নিন, ব্যস এবার মোবাইলে লাগিয়ে দেখুন চমৎকার !!
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।
  • কম দামে Trickbd.Com এর মত সাইট বানাতে এখানে ক্লিক করুন