Site icon Trickbd.com

প্রোফেসনাল ফটোগ্রাফার হয়ে যান Without DSLR–PART:-01

Unnamed

অনেকদিন পর আজ আবারো ট্রিকবিডিতে পোস্ট করছি,,,,আশা করি সবাই ভালো আছেন এবং আজকের টপিক সবার ভাল লাগবে ইনশাআল্লাহ। প্রায় বর্তমানে সবার মনেই ফটোগ্রাফি করার সখ রয়েছে,,,,,, কিন্তু সবার কাছে তো আর DSLR CAMERA থাকে নাহ,তাই সবার এই সখ হয়ত পূরন হয় নাহ।আর বর্তমানে বাজারে ভালো DSLR এর দাম সবার সামর্থ্যের মধ্যে নয়।আর কথা না বাড়িয়ে কাজের দিকে চলে যাই,,,,,

এবার যেভাবে আপনি খুব সহজে DSLR CAMERA ছাড়া ফটোগ্রাফার হয়ে উঠতে পারেন।
আমি দেখেছি অনেকেই Google Camera এর মাধ্যমে পিছনে ব্লার করতে চান।কিন্তু Google Camera তে তা বর্তমানে খুবই কষ্টকর যেখানে ২০-৩০ টি ছবিতে ভালো হওয়ার সম্ভাবনা ১টি।এবার দেখুন প্রোফেসনাল ফটোগ্রাফার হওয়ার জন্য প্রথম ধাপের করনীয়:
প্রোফেসনাল ফটোগ্রাফার হওয়ার জন্য আপনার একটি ভালো স্মার্ট-ফোন থাকতে হবে,,,,,
মিনিমাম ব্যাক ক্যামেরা ৮ মেগাপিক্সল হতে হবে।বর্তমানে প্রায় সবাই মোটামুটি ভালো ক্যামেরার স্মার্ট-ফোন ইউস করে থাকেন,,,,,,,ব্যাক ক্যামেরা যদি ১৬ মেগাপিক্সল হয় তবে খুব ভালো,,,আর ফ্রন্ট ক্যামেরা মিনিমাম ৫ মেগাপিক্সল হতে হবে।
এবার আপনি একটি দারুন ক্যামেরা অ্যাপ ডাউনলোড করে নিন:::(অনেকেই হয়ত ব্যবহার করে থাকতে পারেন)
App Name: Z Camera
Size:16Mb
যা যা করতে পারবেন এই ক্যামেরা অ্যাপ টির মাধ্যমে,,,,
-দারুন গ্রাফিক্সের ছবি তুলতে পারবেন,
-ফটো তে বিভিন্ন ইফেক্ট দিতে পারেবন,,
-ছবি ব্লার করতে পারবেন DSLR এর মত,,,,,
– ছবি HD ভাবে তুলতে পারবেন,,,ইত্যাদি,,,,
Download Link: From Google Play
আপনাকে শুধু এই অ্যাপ টি ডাউনলোড করলেই হবে নাহ,,ভালো কিছু ফটো ইডিটর ডাউনলোড করতে হবে ফটো তে,,,,, বর্তমানে ভালো একটি ফটো ইডিটর হলো Photo Director এই অ্যাপ টি ডাউনলোড এর মূল উদ্দেশ্য আপনি এটির মাধ্যমে ফটো আপনার নাম,স্টিকার,,,ইফেক্ট সহ আরো অনেক কিছু করতে পারেন,,,,
এবার দেখুন আমার কিছু ছবি Z Camera দিয়ে তোলা,,,,

আজ এই পর্যন্তই আগামী পর্বে Z Camera এর মাধ্যমে ব্লার সহ বিভিন্ন ইফেক্ট এর কাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।যা প্রোফেসনাল ফটোগ্রাফার হওয়ার জন্য অনেক জরুরী।
Exit mobile version