Site icon Trickbd.com

কিভাবে Android মোবাইলের Internet ডেস্কটপ/ল্যাপটপ এ ব্যাবহার করবেন

শুরুতেই বলে রাখি। এই পোস্ট শুধু নতুনদের জন্য যারা Android মোবাইলের Data কম্পিউটার এ ব্যবহার করতে পারেন না।

এর জন্য যা যা লাগবেঃ

১. একটি Android ফোন যা Wi-Fi এবং Wi-Fi Hotspot সম্বলিত।

২. ডেস্কটপ বা ল্যাপটপ

৩. যেসব ল্যাপটপ এ Built in Wi-Fi আছে তাদের খুব সহজে হবে। কিন্তু যাদের নেই বা যাদের ডেস্কটপ তাদের একটি মিনি Wi- Fi Router/ USB W-Fi Router কিনতে হবে যার মূল্য প্রায় ৫০০-৭০০ এর মধ্যে। এর কমও হতে পারে।

তো এবার কিভাবে এটি করতে হবে তা শুরু করি। Screenshots গুলো ফলো করুনঃ

১. প্রথমে মোবাইলের Data Connection অন করু

২. এবার Settings এ যান।

৩. তারপর Settings থেকে More… Option এ যান।

৪. এবার Tethering & portable hotspot এ যান।

৫. এরপর Hotspot অন করুন।

৬. এরপর Set up Wi-Fi hotspot থেকে নিজের প্রয়োজনমত Setting করে নিন।

৭. USB Mini Router লাগানো থাকলে বা Built in Wi-Fi থাকলে আপনি আপনার কম্পিউটার এর Network and Connectivity তে আপনার মোবাইলের Hotspot খুজে পাবেন। এক্ষেত্রে আমার Hotspot এর নাম Tarek_hotSpOT. । আপনারা আপনাদের Hotspot এর নাম খুজে পাবেন। (বিঃ দ্রঃ প্রথমবার Connect করতে একটু সময় লাগতে পারে)

৮. এবার Hotspot টি Connect করুন। একটু পর দেখবেন লেখা উঠবে Connected.

9. এবার আপনি আপনার কম্পিউটার এর Browser দিয়ে নেট Browse করতে থাকুন।

**যদি লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে Screenshot গুলো ফলো করুন । Screenshot গুলো আমার নিজের মোবাইল ফোন ও কম্পিউটার দিয়ে তোলা। সঠিকভাবে নিয়ম অনুসরণ করলে কাজ অবশ্যই হবে।

**ভুল গুলো ক্ষ্মা করবেন।