শুরুতেই বলে রাখি। এই পোস্ট শুধু নতুনদের জন্য যারা Android মোবাইলের Data কম্পিউটার এ ব্যবহার করতে পারেন না।
এর জন্য যা যা লাগবেঃ
১. একটি Android ফোন যা Wi-Fi এবং Wi-Fi Hotspot সম্বলিত।
২. ডেস্কটপ বা ল্যাপটপ
৩. যেসব ল্যাপটপ এ Built in Wi-Fi আছে তাদের খুব সহজে হবে। কিন্তু যাদের নেই বা যাদের ডেস্কটপ তাদের একটি মিনি Wi- Fi Router/ USB W-Fi Router কিনতে হবে যার মূল্য প্রায় ৫০০-৭০০ এর মধ্যে। এর কমও হতে পারে।
তো এবার কিভাবে এটি করতে হবে তা শুরু করি। Screenshots গুলো ফলো করুনঃ
**যদি লেখা বুঝতে অসুবিধা হয় তাহলে Screenshot গুলো ফলো করুন । Screenshot গুলো আমার নিজের মোবাইল ফোন ও কম্পিউটার দিয়ে তোলা। সঠিকভাবে নিয়ম অনুসরণ করলে কাজ অবশ্যই হবে।
**ভুল গুলো ক্ষ্মা করবেন।