Site icon Trickbd.com

(Mega Post) ইউটিউব Ad কি? Ad কত ধরনের? এক ক্লিকে কত টাকা? Ad কেন শো করে না? (যাদের চ্যানেল আছে তারা অবশ্যই দেখুন।)

Unnamed

আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আশা করি ভাল আছেন। সবাইকে Trickbd পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

যারা এখনো ইউটিউব চ্যানেল খুলেন নি তাদের জন্য ৪ পর্ব একসাথে।

আজ আমি আপনাদের সামনে ইউটিউব Ad সমপর্কে আলোচনা করবো ।

 

আজকের আলোচনার বিষয় হলো।

 

 

১/ইউটিউব Ad কি?

 

২/ ইউটিউব Ad কত ধরনের?

 

৩/ প্রতি Ad ক্লিকে কত টাকা?

 

৪/ Ad শো করে না কেন?

 

৫/ Ad ক্লিকে টাকা না Ad শো’য়ে টাকা।

 

এখন বিস্তারিত আলোচনা করবো।

 

Ad কি?

 

আপনি যখন Google Adsense এ আবেদন করবেন তারপর যখন আপনার আবেদন তারা গ্রহণ করে তখন থেকেই আপনারা ভিডিও তে Google Adsense এড দিবে।

 

আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে, ইউটিউব Ad টাকা কিভাবে আসে?

 

আমি তাদের প্রশ্নের উত্তরে বলব যে, আমরা সবাই প্রায় সময় টিভি দেখি, তো টিভিতে আমরা কয়েক মিনিট পর পর বিভিন্ন কোম্পানিরর Ad দেখি।

 

আপনি জানেন কি কোম্পানি পাঁচ সেকেন্ড Ad এর জন্য কত টাকা টিভি কোম্পানি কে দেয় !!!

 

অনেক অনেক টাকা দেয় বাট বলবনা কত টাকা দেয়। ( ৫ লাখের উপরে।)

 

আশা করি বুঝতে পারছেন Youtube কেনো আমাদের কে টাকা দেয়!!

 

(কোম্পানি Google এর সাথে চুক্তিবদ্ধ হয়ে আমাদের ভিডিও তে Ad দেয়, এবং গুগলে কে নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়, এরপর Google আমাদের কে ভাগ-বন্টন করে প্রতি মাসের ১৫ তারিখে Adsense – এ টাকা সেন্ড করে দেয়।)

 

১ ক্লিকে কত টাকা?(CPC)

 

আসলে ১ ক্লিকে কত টাকা কোম্পানি গুগল কে দেয় তা শুধু গুগল এন্ড কোম্পানিই জানে।
তবে বাংলাদেশের এডে টাকা একেবারেই স্বল্প।

 

ইউটিউব Ad কত ধরনের?

 

ইউটিউব আমাদের ভিডিও তে মোট চার ধরনের Ad শো করিয়ে থাকেন। নিচের ছবিতে দেখুন।

 


 

স্কিনশর্ট গুলোতে দেখতে পাচ্ছেন মোট চার ধরনের Ad. এই চারটির মাঝে প্রথম দুইটি Ad শুধু Desktop/Pc-তে শো করবে।

আর বাকি দুইটি Skipble Ad সমস্ত ভিডাইসে শো করবে। (মোবাইলে ও)

 

Ad ক্লিকে $ না Ad শো করলেই $

 

দুই ধরনের Ad শো করলেই টাকা এবং এই দুইটি Ad সবসময় Desktop-এ শো করে। দুইটি Ad হলো।

 

1.Display Ads

2.Overly Ads

 

এই দুইটি এড Desktop-এর ডান পাশে এবং ভিডিওর নিচে শো করে। এই এডদ্বয়ে ক্লিক করা লাগেনা।

 

আর দুইটি Ads আছে যে গুলো সমস্ত ডিভাইসে শো করে এমনকি মোবাইলে ও শো করে। বাট এই এডদ্বয় একেবারে খুব কম শো করে। যার ফলে মোবাইল দিয়ে আমাদের ভিডিও দেখলে ইনকাম একেবারেই স্বল্প হয়।

 

 

Ad কেন শো করে না ?

Video Monetized কিন্তু Ad শো করেনা এ সমস্যায় হয়ত অনেকেই ভুগছেন।

 

Ad শো না করার কারন অনেক গুলোই হতে পারে।
তার মাঝে অন্যতম কারন হলো আপনার নিজের ভিডিওটি।

আসুন দেখে নেয় কি সমস্যা আপনার ভিডিও তে !!

 

Title

 

টাইটেল গুড়িয়ে পেছিয়ে লেখবেন না!!! একে বারে ভদ্র লোকের মত লেখবেন। ভিডিওটি যে কাজের সেই টাইটেলটাই দিবেন। যদি আপনি গুড়িয়ে পেছিয়ে লেখেন তখন google adsense বুঝতে পারবে না আপনার ভিডিওটি কি কাজের। So Careful !!

 

Discription

 

আপনার ভিডিওটি কি কাজের তা শুদ্ধ ভাবে সাজিয়ে লেখবেন। বিশেষ করে বানান যাতে ভূল না হয়। অতিরিক্ত কোন কিছু লেখবেন না।

 

Tag

 

ট্যাগ কিন্তু খুবিই গুরুত্বপূর্ণ বিষয়!! আপনার ভিডিও related ট্যাগ ব্যবহার করবেন। অযথা অন্য ক্যাটাগরির ফালতু ট্যাগ ব্যবহার করবেন না।
কারন আমরা অনেকেই অাছি, যারা আপলোড করি এক ক্যাটাগরি ভিডিও কিন্তু Tag দেয় অন্য ক্যাটাগরি।

 

যেমন কেউ একটি ভিডিও আপলোড দিলো যার টাইটেল হলো ঃ কিভাবে আপনার মোবাইলটি রুট করবেন।

তখন সে এই ভিডিওটির Tag use করে Video related না । অর্থাৎ সে Tag এ লেখে Bangla New funny video. new song etc.

 

এখন আপনারাই বলুন সে কি ট্যাগ টি সঠিক জায়গায় ব্যবহার করেছে? তো কিভাবে আপনার ভিডিও তে Google Adsense এড দিবে।
অতএব ভিডিও রিলেটেড ট্যাগ ব্যবহার করবেন।

 

আমি যে রকম ভাবে বলেছি যদি মানে আশা করি Ad show করবে।

 

ভাই অ্যাডসেন্স Approved তার পর ও তো Ad শো করছে না!!

 

ভাই শুনেন!! আপনার অ্যাডসেন্স যদি Approved হয়ে থাকে তাহলে অবশ্যই Ad শো করবেই। হয়ত আজ বা কাল। আর মোবাইল দিয়ে Ad শো কম করে তা তো জানেনয়ি !!!

 

(বিঃদ্রঃ) সময় কম তাই গুছিয়ে লিখতে পারিনি, সামনে আমার Exam সবাই দোয়া করবেন।)

 

 
[b]
কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

ফেসবুকে আমি।