Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েডকে দিন Xiaomi এর থিমিং লুক এবং সাজিয়ে তুলুন আকর্ষণীয়ভাবে

Unnamed

বিসমিল্লাহির রহমানির রহিম
আস সালামু আলাইকুম।
আশা করি আমাদের সকলের সাইট ট্রিকবিডি এর সাথে থেকে ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ ভালো।ব্যস্ততার জন্য অনেকদিন পর ফিরলাম পোস্ট জগতে পোস্ট নিয়ে।আমার জন্য দোয়া করবেন।

আমার ২০ তম পোস্ট এ শুভেচ্ছা।
আপনি যদি এই পোস্ট জানেন তবে পড়তে পারেন কিন্তু দয়া করে বাজে কমেন্ট করবেন না প্লিজ।

এডমিন ভাইও বলে –
জানলে জানাও না, জানলে জানো।

তাই খারাপ কমেন্ট এর কোন প্রয়োজন নেই বললেই চলে।খারাপ কমেন্ট একজন টিউনার এর পরবর্তি পোস্ট করার আগ্রহ কমিয়ে দেয়।

আমাদের অনেকেরই Xiaomi (শাওমি) mobile ও এর লাঞ্চার, থিম সবই খুবই আকর্ষণীয় লাগে।
আমার ফোন(Symphony H120) এর লুক দেখুন।


প্রায় সবার কাছেই শাওমির থিম লাঞ্চার জনপ্রিয়। আর এর জন্য আমরা সাধারান ব্রান্ডরা কি শুধু দেখে যাবো???
কখনোই না।
আমরা এখনই শাওমি এর থিম ইউস করে মজা নিতে পারি।
আজকে শেয়ার করবো শাওমি theme।
যা দেখতে প্রায় হবুহ শাউমি মোবাইল এর থিম এর মতো।

প্রথমেই ডাউনলোড করে নিন একটি লঞ্চার।
আমি সাজেষ্ট করবো Cm launcher Prime।
অন্য লাঞ্চার দিয়েও হবে।তবে Cm আমাদের সকলের কাছেই বেস্ট।প্লে স্টোরে ৪.৬+রেটিং।
আমি ডাউনলোড লিনক দিচ্ছি।
Playstore এ আপনি Cm launcher পাবেন।

সাথে আমি দিচ্ছি Prime version লিনক।

প্রাইম ভার্সন চালাতে হলেও CM LAUNCHERথাকতে হবে। প্রাইম এ ফিচার একটু বেশি পাবেন।তাই দুই ভার্সন নেওয়াই ভালো

প্লে স্টোর থেকে CM LAUNCHER 3D

আর থিমের জন্য Theme FOR REDMI NOTE 4 LOVER
লিখে সার্চ করুন।আর ডাউনলোড করুন।
(দুঃখিত ট্রিকবিডিতে বেশি লিনক দেয়া যায় না তাই দিয়েও কেটে দিতে হলো)

অথবা,

আমার আপ্লোড করা লিনক থেকে ডাউনলোড করুন

CM LAUNCHER
CM Launcher Pro
Theme for Redmi Note 4

লিন্কগুলোতে ক্লিক করার পর এরকম আসবে
তারপর ৫ সেকেন্ড অপেক্ষা করে SKIP AD ক্লিক করুন এবং পরবর্তিতে DOWNLOAD NOW ক্লিক করেন সরাসরি ডাউনলোড হবে।

[কয়েকজনের আন্সার ::: ভাইয়া আমার উদ্দেশ্য বড়লোক হওয়া না নেট হাতখরচ জোগানো]

এপগুলা ডাউনলোড এর পর ওপেন করুন আর মজা নিন।এপ সেটিং এ অনেক সুবিধা পাবেন

আরো হরেক রকমের নতুন থিম, লকার সহ ইত্যাদিও আছে। বেছে নিতে পারেন আপ্নার প্রিয় থিমসহ যাবতীয় এপ্স।

আর কোথাও সমস্যা হলে আমি আছি।সাহায্য করবো ইনশাল্লাহ।

সবাই হয়তো বলবেন, আমাদেরকে শিখাইতে এসো না।
আমি বলছি ভাই।সবাই তো আর সবটা পারে না।তাদের ও তো শিখতে হবে।এজন্য না হয় একটু সহ্য করেন।

#আমি জানি ট্রিকবিডির সবাই হয়তো পারেন। আমি সবার উদ্দেশ্যই বলছি আপনি CM সেটিং থেকে অন্যান্য ফিচার গুলো নিজের ইচ্ছা মতো কাস্টমাইজেশন করে নেন।
####যদিও পোস্ট টা বুঝার কিছু নেই।তবুও কোথাও বুঝতে না পারলে আমি চেষ্টা করবো হেল্প করতে।

####সব বিষয়ে সবার বুঝার ক্ষমতা এক নয়।বুঝতে না পারা কোন প্রকার দোষ না।তবে না বুঝে বাজে কমেন্ট করা টা হয়তোবা দোষ।
তাই না বুঝলে কমেন্ট করবেন বুঝানোর দায়িত্ব আমার।।

অথবা ফেসবুকে আমিArfin Piyas
আমি আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ইনশাল্লাহ

দুয়া করবেন আপনাদের জন্য যেন আরো নতুন কিছু শেয়ার করতে পারি।
ভালো থাকেন সুস্থ থাকুন।আমাদের সকলের সাইট ট্রিকবিডির সাথেই থাকুন।
আল্লাহ হাফেয।আস সালামু আলাইকুম