Site icon Trickbd.com

ট্রিকবিডির পোষ্টের জন্য সুন্দর Thumbnail বানিয়ে নিন। (টিউনারদের জন্য গুরুত্বপূর্ণ পোষ্ট)

Unnamed

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন, সবাইকে ট্রিকবিডির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি।

আজ আমি আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ন একটি টিউটারিয়াল নিয়ে হাজির হয়েছি, আর তা হলো কিভাবে মোবাইল দিয়ে ট্রিকবিডির জন্য সুন্দর Thumbanail বানাবেন। Thumbanail খুবিই গুরুত্বপূর্ন বিষয়, কারন Thumbanail দেখেই ভিয়ার রা আপনার পোষ্ট দেখবে। সুতরাং Thumbanail যতো সুন্দর হবে আপনার পোষ্ট তে ততো View বেশি হবে।

তো আসুন কাজে ঝাপিয়ে পড়ি।

আপনাকে প্রথমে দুইটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। এবং কিছু ফন্ট ডাউনলোড করতে হবে।

১/ Picsay pro

ডাউনলোড

২/PicsArt

ডাউনলোড

ফন্ট ডাউনলোড

আর ফন্ট ডাউনলোড করার পরে । font গুলো কে PicsArt/Font ফোল্ডারে রেখে দিবেন।

তারপর প্রথমে আপনি Picsay pro থেকে একটি new picture নিবেন।

আপনি সাইজ 400*400 দিবেন, কম বেশি দিলে Thumbanail ফোল শো করবেনা, তার পর আপনি Background কালার চয়েজ করে Create লেখাতে ক্লিক করবেন, নিচের ছবির মত

তারপর পিকচার টা সেভ করে নিবেন।

এখন একটি পিকচার তৈরী হয়ে গেল, আমরা এই পিকটা দিয়ে সুন্দর একটি Thumbanail বানাবো,

এখন প্রবেশ করবেন Picsart-এ, প্রবেশ করার পর Edit লেখাতে ক্লিক করে তৈরী কৃত পিকচার সিলেক্ট করে দিবেন।

তৈরীকৃত পিকচারটি সিলেক্ট করার পর Text লেখাতে ক্লিক করবেন। তারপর আপনি My font-এ আপনার যোগকৃত ফন্ট গুলো দেখতে পাবেন, আপনি কি লেখে Thumbanail বানাবেন তা লিখবেন, তারপর। Text Color And Background Color সিলেক্ট করে ডান পাশ থেকে টিক চিন্হ আইকনে ক্লিক করবেন।

তারপর আরো লেখা যোগ করতে হলে + আইকনে ক্লিক Text লেখাতে ক্লিক করবেন।

আর Thumbanail -এ ফটো যোগ করতে হলে + আইকনে ক্লিক করে Photo লেখাতে করবেন।

পিকচার বাননো কম্প্লিট হলে পিকচারটা সেভ করে নিবেন।


পিকচার বানানো কম্প্লিট হয়ে গেলে আপনার ট্রিকবিডির পোষ্ট তে যোগ করে নিবেন।

ব্যাস !!! কাজ শেষ।

পোষ্ট একটু গুছিয়ে লিখতে পারলাম না, তাই কোনো সমস্যা হলে ভিডিওটি দেখে Thumbanail বানিয়ে নিবেন।

মোবাইল দিয়ে সুন্দর Thumbanail বানিয়ে নিন।

সৌজন্যে ঃ টিপস সিটি।

সবধরনের টেকনোলোজি টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের চ্যানেলের লিংক।

Tips City-Subscribe Now

কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবেন।

ফেসবুকে আমি।

Exit mobile version