Site icon Trickbd.com

আপনার ওয়াইফাই পাসওয়ার্ড জানলেও ইন্টারনেট চালাতে পারবে না কেউ !

Unnamed

বিস্তারিতঃরাউটারে এক্সেস কন্ট্রোল করার সুযোগ সুবিধাঃ*.কোন ইউজার আপনার অনুমতি ছাড়া আপনার ইন্টারনেট চালাতে বা অ্যাক্সেস করতে পারবেন না।*.আপনি যে কোন ইউজারকে যেকোন সময় অক্ষম/ইনঅ্যাক্টিভ করে দিতে পারবেন।*.আপনি আপনার রাউটারটি পাসওয়ার্ড ছাড়াও ব্যবহার করতে পারবেন।*.একজন ইউজারকে আপনি যেভাবে চান সময় নির্ধারণ করে নেট দিতে পারবেন।এখন প্রশ্ন হল কিভাবে কাজটি করবেন। শুধুমাত্র ২টি ধাপ অনুসরণ করুন কাজটি করার জন্য।১ম ধাপ-:প্রথমে আপনার রাউটার এ লগইন করুন। তারপর Access Control এ গিয়ে Enable Internet Access Control অপশনটি অ্যাক্টিভ করে দিন। নিচের ছবির মতএবার যান >Access Control>Host এ গিয়ে Add New এ ক্লিক করুন। নিচের ছবির মতএবার Mode এ গিয়ে Ip address এ ক্লিক করে MAC Address সিলেক্ট করুন। Host Description এ আপনার পছন্দের যে কোন একটি নাম দিন এবং MAC Address গিয়ে আপনার ল্যাপটপ/ডেক্সটপ/মোবাইলের MAC অ্যাড্রেস দিন তারপর সেভ করুন।২য় ধাপ-:এখন কাজ হল রুল তৈরি করা। এজন্য যান >access Control>Rule এ গিয়ে Add New এ ক্লিক করুন। তাহলে নিচের ছবির মত দেখতে পাবেন।এবার Rule Name এ যে কোন একটি নাম দিন, host এ ১ম ধাপে যে নামে host তৈরি করেছিলেন তা সিলেক্ট করে দিন। এবার সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ। এবার আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কেও জানলেও কোন সমস্যা নেই।