Site icon Trickbd.com

আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই শিখুন HTML এর সকল কাজ। আর ইনকাম করুন আউটসোর্সিং করে।part-1 (with sshot)

Unnamed

বিসমিল্লাহির রাহমানির রাহিম


আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়েই শিখুন HTML এর সকল কাজ। আর ইনকাম করুন আউটসোর্সিং করে।part-1 এ আপনাদেরকে স্বাগতম।

কেমন আছেন সবাই? trickbd তে এটি আমার ২য় পোষ্ট। যারা এখনো আমার আগের ফ্রি নেটের পোষ্টটি দেখেননি তারা দেখে নিতে পারেন।

আমার ইচ্ছা আছে html এর উপর
ধারাবাহিক পোষ্ট করার।দোয়া করবেন
যেন চালিয়ে যেতে পারি।
বর্তমান সময়ে
WEB Design শেখা অতি প্রয়োজনীয়।
আমরা অনেকেই ফ্রীলাঞ্চিং করতে
চাই। কিন্তু আসলে ফ্রীলাঞ্ছিং এ WEB
Design এ Career গড়ে অনেকেই আজ উপকৃত।
এতে আমাদের দেশ ও আজ উপকৃত। WEB
Design এ Career গড়ে তুলতে যা প্রথমে
দরকার তা হল HTML এর উপর ভালো
জ্ঞান থাকা।আজকে আমি html এর একদম
বেসিক জিনিষ দেখাব।সবাই সাথে
থাকবেন।

সবার আগে আমাদের ৩টি এপ্স লাগববে।
সেগুলো playstore থেকে download করে নিন।
১। ES File Explorer
২। Webmaster Lite
৩। Uc browser/Firefox/Dolphin

এপ্স গুলো ইন্সটল করে রাখেন।

তো চলুন আগে জেনে নেই HTML কি? এবং HTML এর ইতিহাস সম্পর্কে।

HTML কি?

HTML একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, যা
পৃথিবীর বিশাল তথ্য-ভান্ডারকে
ইন্টারনেটের মাধ্যমে প্রদর্শনের সু
যোগ তৈরি করে দিয়েছে।

একটা ওয়েব
পেজের মূল গঠন তৈরি হয় HTML দিয়ে।
HTML কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়,
একে Hyper Text Mark Up Language বলা
হয়। Mark Up Language এক সেট Mark Up
ট্যাগের সমন্বয়ে গঠিত হয়। একটা ওয়েব
পেজের বিভিন্ন অংশ ব্রাউজারের
মাধ্যমে কিভাবে প্রদর্শিত হবে, তা
HTML এ Mark Up ট্যাগ সমূহ ব্যবহার করে
প্রকাশ করা হয় ।

আশাকরি HTML আসলে কি, সেইটা সবাই বুঝতে পেরেছেন।

চলুন জেনে নেই এবার HTML এর ইতিহাস সম্পর্কে।

HTML বা Hyper Text Mark Up Language
তৈরি করেছেন টিম বার্নাস-লী। HTML
তৈরির
উদ্দেশ্য ছিল বৈজ্ঞানিক গবেষণার তথ্য
উপাত্ত দ্রুত পৃথিবীর বিভিন্ন স্থানে
আদান প্রদানের ব্যবস্থা করা। ১৯৯০
সালের দিকে NCSA কর্তৃক ডেভলপকৃত

মোজাইক ব্রাউজারের মাধ্যমে HTML
পরিচিতি লাভ করে।
১৯৯৭ এর
জানুয়ারীতে WC3 কর্তৃক প্রথম ডেভলপকৃত
HT
ML3.2 প্রকাশিত হয়। একই বছরে শেষে
ডিসেম্বরে WC3 HTML এর নতুন সংস্করণ
HT
ML4.2 প্রকাশ করে।
২০১০ সালে
বর্তমানে প্রচলিত HTML এর সর্বশেষ
ভার্সন HTML5 জনসম্মূখে পরিচিতি লাভ
করে।

আশাকরি একটু হলেও আপনাদের সকলেরই html এর ইতিহাস সম্পর্কে জানতে পেরেছেন। যাই হোক আজকে তো অনেক কথা বলে ফেললাম। যদি পোষ্টটিতে কোথাও ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেই ভুলটি ধরিয়ে দিয়েন।

আর হ্যাঁ!!! আপনি হয়তো ভাবছেন যে, উপরের ৩টি এপ্স দিয়ে কি হবে? কিছুই তো বলল না Mahbub. আসলে আমরা যে ৩টি এপ্স install করলাম সেগুলোর কাজ আগামী পর্ব থেকে শুরু করব ইনশাল্লাহ!

এছাড়াও যেকোন সমস্যার জন্য ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

My fb I’d:-
Mãhbûb Ñãsîr