আপনাদের জন্যে আজকে তুলে ধরলাম গ্রামীনফোনের অসাধারণ একটি ফিচার! টাইটেল দেখে ত বুঝেই গেছেন, না? এই অপশন সম্পর্কে যারা জানেন তারা ১০০ হাত দূরে থাকুন। যারা জানেন না তারা কেবল মাত্র মনোযোগ সহকারে পড়ুন।
১. প্রথমে গ্রামীণফোনের ব্যালেন্স ট্রান্সফার সিস্টেমে রেজিস্ট্রেশন করুন→ মেসেজ অপশনে গিয়ে লিখুন REGI তারপর 1000 এ পাঠিয়ে দিন।
২. ফিরতি মেসেজে তারা আপনাকে ৪ সংখ্যার পিন পাঠাবে। (এটি সংগ্রহ করে রাখুন এবং কারো সাথে শেয়ার করবেন না কিন্তু!)
৩. ব্যালেন্স ট্রানফারের নিয়ম নিচে দেখুন:-
#হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BTR স্পেস **** (PIN) স্পেস 0171***(মোবাইল নম্বর) স্পেস 100 (টাকার পরিমাণ) এক্ষেত্রে কখনো সংখ্যার পর কোন ডট (বিন্দু) বা Tk. বা 00 দেবেন না।
#মেসেজটি পাঠিয়ে দিন 1000 নম্বরে।
ফিরতি এসএমএস আপনাকে জানিয়ে দেবে যে আপনার নির্দেশিত নম্বরে নির্দেশিত পরিমাণ টাকা পাঠিয়ে দেয়া হয়েছে। টাকা পাওয়ার পর প্রাপকের মোট কত ব্যালেন্স হলো, তাও আপনাকে জানিয়ে দেয়া হবে।
#প্রাপকের কাছেও একটি মেসেজ এসে জানিয়ে দেবে যে তার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে এবং তার অ্যাকাউন্ট ব্যালেন্স কত টাকা।
৪. আপনার পিন পরিবর্তন করতে নিচে দেখুন:-
#হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CPIN স্পেস পুরনো PIN নম্বর স্পেস নতুন PIN নম্বর স্পেস আবারো নতুন PIN নম্বর।
#যেমন: CPIN 1234 4321 4321
পাঠিয়ে দিন 1000 নম্বরে।
কোনো সমস্যা হলে কমেন্ট করুন।
অথবা ফেসবুকে আমি
আরো ভালো ভালো ট্রিক পেতে
এই আমার সাইট ♣♣BigoWap.Com♠♠
সাথে থাকার জন্য ধন্যবাদ