বর্তমানে লেখালেখি করার জন্য খুবই জনপ্রিয় একটি Tools হচ্ছে ChatGPT. অনেকভাবে ব্যবহার করা গেলেও থার্ড পার্টির মাধ্যমে এখন WhatsApp-এ ChatGPT ব্যবহার করা যাচ্ছে খুবই স্বাচ্ছন্দ্যে।
WhatsApp-এ ChatGPT বৈশিষ্ট্য
১. হোয়াটসঅ্যাপে ChatGPT ব্যবহার করা যায় কোন প্রকার একাউন্ট লগইন ছাড়াই!
২. ChatGPT এর কাছে কোন কিছু লিখলে দ্রুত সে কাঙ্খিত উত্তরটি দিতে সক্ষম!
৩. ChatGPT ব্যবহার করার জন্য আপগ্রেড করা লাগেনা।
৪. অফিসিয়াল ভাবে WhatsApp-এ ChatGPT ব্যবহার করার অনুমতি নেই, তবে থার্ড পার্টি উত্তম অবলম্বন করে আমরা ব্যবহার করতে পারব।
WhatsApp-এ ChatGPT কিভাবে পাওয়া যাবে?
কয়েকটি মাধ্যম অবলম্বন করে আপনি সহজে WhatsApp-এ ChatGPT ব্যবহার করতে পারবেন। স্ক্রিনশট সহ বিষয়টি বিস্তারিত দেওয়া হলো।
নাম্বার সংগ্রহ করতে হবেঃ ইউনাইটেড স্টেট সংগ্রহ করতে হবে WhatsApp-এ ChatGPT ব্যবহার করার জন্য।
নাম্বারটি 18002428478
নাম্বার সেভ করতে হবেঃ উপরোক্ত ইউনাইটেড স্টেট নাম্বারটি সংগ্রহ করার পর whatsapp এ Save করতে হবে।
whatsapp এ Save করার জন্য প্রথমে whatsapp ওপেন করুন।
+ আইকনে ক্লিক করুন!
New contact অপশনে ক্লিক করুন।
United States কান্ট্রি সিলেক্ট করুন।
Save অপশনে ক্লিক করুন।
এভাবে WhatsApp-এ ChatGPT পাওয়া যাবে!
বর্তমানে লেখালেখি করার জন্য খুবই জনপ্রিয় একটি Tools হচ্ছে ChatGPT. অনেকভাবে ব্যবহার করা গেলেও থার্ড পার্টির মাধ্যমে এখন WhatsApp-এ ChatGPT ব্যবহার করা যাচ্ছে খুবই স্বাচ্ছন্দ্যে।
# WhatsApp-এ ChatGPT উপভোগ করতে আপনার মনের কথা এসএমএসের মাধ্যমে বলুন।
# কিছুক্ষণের ভিতরে চাট জিপিটি আপনাকে কাঙ্খিত উত্তর দিয়ে দিবে!
# WhatsApp-এ ChatGPT যেকোনো দেশ থেকেই ব্যবহার করা যাবে।
Please Like! Thanks!!!