Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » সরাসরি নিজের Handwriting কে ফন্ট এ রূপান্তর করবেন যেভাবে!

সরাসরি নিজের Handwriting কে ফন্ট এ রূপান্তর করবেন যেভাবে!

সরাসরি নিজের handwriting এ ফোন স্ক্রিন এ লিখুন

আসসালামু আলাইকুম আজকের পোস্টে দেখবো কিভাবে আপনি আপনার নিজস্ব হ্যান্ড রাইটিং ফোনের স্ক্রিনে লিখতে পারবেন।

আমরা সবাই আমাদের খাতায় লেখালিখি করি, তো এখানে আমাদের বিভিন্ন ধরনের লেখা লিখতে হয়।

সেখানে আমাদের এক একজনের লেখার স্টাইল একেক রকম! তো আপনি আপনার খাতায় যে সকল লেখার লিখেন, এখানে কিন্তু আপনি আপনার হ্যান্ড রাইটিং টাই লেখেন!

তো সেক্ষেত্রে আপনি চাইলে সেই হ্যান্ড রাইটিং এর স্টাইলটি আপনার ফোনের স্ক্রিনে লিখতে পারবেন এই পদ্ধতিটাকে বলা হয় calligraphy.

যাইহোক আজকে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনি আপনার খাতার লেখার স্টাইলটি ফোনের স্ক্রিনে লিখতে পারবেন।

নিচের লিংক থেকে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন
https://www.calligraphr.com/en/

তারপরে এরকম একটা পেজ দেখতে পারবেন এখানে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্টটা খুলতে হবে ,

একাউন্ট খোলার পর আপনি উপরে এরকম একটা অপশন দেখতে পারবেন. সেখানে ক্লিক করে দেবেন।

 

তারপর এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি আপনার ফন্ট গুলো  চুজ করে নিতে পারেন,  তবে এগুলোকে আমি নরমাল রেখে দিচ্ছি

 

তারপর আপনি উপরের আপলোড অপশন এ ক্লিক করবেন,

এরপর আপনি খাতায় কোন কিছু লিখবেন, লেখার পর সেটার ছবি উঠাবেন

ছবি উঠানোর পর ক্লিক করে দিয়ে আপনি যে ছবিটা উঠালেন সেই ছবিটা আপলোড করে দেবেn

 

 

এবং আপলোড শেষ হওয়ার পর আপনি এখানে লেখার অপশন পাবে সে ক্ষেত্রে আপনি লেখা লিখতে পারেন । এবং দেখবেন যে লেখাটা লিখবেন সেটা আপনার হাইড্রাইটিক দেখতে যেমন ঠিক হুবহু একই রকম দেখাবে। 

তো আজকের পোস্টটি পর্যন্তই আল্লাহ হাফেজ।

 

 

 

15 hours ago (Dec 21, 2024)

About Author (112)

Shofikul Islam
author

Programmer & Developer : App | Web | TG Bot. Founder Of : TEAM X 1337 (⁠ᗒ⁠ᗩ⁠ᗕ⁠) About Me

Trickbd Official Telegram

Leave a Reply

Switch To Desktop Version