Site icon Trickbd.com

রেগুলার কাজের জন্য ৩৩ হাজার টাকার মধ্য বেস্ট ৩টি ল্যাপটপ!

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আপনারা যদি আমার প্রোফাইল ঘুরে দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে আমি বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে রিভিউ দিয়েছি। সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন ভাই ল্যাপটপ নিয়ে রিভিউ দেন। তো তার জন্যই আজকের এই পোস্ট লেখা।

বাংলাদেশে ল্যাপটপ কেনার জন্য সব থেকে বেশি যে রেঞ্জ ইউজ হয় সেটা হলো ৩৩ হাজার টাকার আশে পাশের রেঞ্জ। কারণ সবাই কিছুটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ চান। তাই আজকের পোস্টে আমি চেষ্টা করবো ৩৩ হাজার টাকার মধ্য ৩টা ল্যাপটপ এর রিভিউ দেওয়ার। আপনাদের যদি এই পোস্টে ভালো মন্তব্য পাই তাহলে এর পর আরো কিছু রেঞ্জের ভেতরের ল্যাপটপ এর রিভিউ নিয়ে আসবো।

 

৩৩ হাজার টাকার মধ্য বেস্ট ৩টি ল্যাপটপ

বর্তমানে ল্যাপটপের প্রয়োজনীয়তা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। অফিস, স্কুল, কলেজ প্রায় সব যায়গাতেই এখন অফিসিয়াল কাজে ব্যবহৃত হচ্ছে ল্যাপটপ। যারা কম বাজেটে অর্থাৎ ৩৩ হাজার টাকার মধ্য এমন ল্যাপটপ খুজছেন যেটাতে মোটামুটি ভালো গেমিং করা যাবে, চার্জ ব্যাক আপ ভালো পাওয়া যাবে আবার নরমাল কাজ ও ঠিক ঠাক ভাবে করা যাবে তাদের জন্য এই পোস্ট টি অনেক কাজে লাগবে আশা করি।

 

1. Lenovo IdeaPad 1 14IGL7

প্রথমেই এই ল্যাপটপটির মূল্য বলে দেওয়া ভালো। এই ল্যাপটপ এর মূল্য প্রায় ৩০ হাজার টাকা। যায়গা ভিত্তিক কিছুটা (±৫০০ টাকা) উঠানামা করতে পারে। এবার এই ল্যাপটপ নিয়ে বাকি কথা বলা যাক।

Ideapad 1 14 একটি এন্ট্রি লেভেলের ল্যাপটপ, যা সাশ্রয়ী মূল্যে আপনাকে ভালো একটি পারফরমেন্স অফার করবে। এতে প্রসেসর হিসেবে রয়েছে Intel Celeron N4020, ৪ জিবি RAM ও ৬৪ জিবি eMMC স্টোরেজ। এই ল্যাপটপটি মূলত অফিসের কাজ, স্টাডির ক্ষেত্রে ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য সব থেকে বেশি উপযুক্ত। তবে তাইলে এই ল্যাপটপ থেকে হালকা গেমিং ও করতে পারবেন এবং মিডিয়া কন্টেন্টের জন্যও বেশ ভালো ভাবে কাজে লাগাতে পারবেন।

তবে Lenovo Ideapad 1 14 ল্যাপটপ থেকে হাই গেমিং এর আশা করাটা বৃথা। তবে আপনি সাধারণ কিছু গেমস খেলতে পারবেন যেগুলোতে তেমন গ্রাফিক্স এর প্রয়োজন হয় না সেগুলো। তবে অফিসের কাজ যেমন ডকুমেন্ট এডিটিং, ব্রাউজিং এবং মেইল চেকিং এর জন্য এই ল্যাপটপটি সেরা হবে। ভিডিও স্ট্রিমিং, প্রেজেন্টেশন এবং শিক্ষামূলক কাজের জন্যও এটি অধিক ব্যবহৃত একটা ল্যাপটপ।

এই ল্যাপটপে ডিসপ্লে হিসেবে পাবেন ১৪ ইঞ্চি এর একটি HD ডিসপ্লে। এতে ব্যাটারি হিসেবে থাকবে ৩ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি। যদি একটানা এই ল্যাপটপ ভারি কাজে ব্যবহার করেন তাহলে মোটামুটি ৬-৭ ঘন্টা লাইফটাইম পাবেন। এর বডি খুবই স্লিম ফলে সাথে নিয়ে যাতাযাতে সুবিধা হবে।

 

2. HP 14s-dq2015TU

প্রথমেই এই ল্যাপটপটির মূল্য বলে দেওয়া ভালো। এই ল্যাপটপ এর মূল্য প্রায় ২৯ হাজার টাকা। যায়গা ভিত্তিক কিছুটা (±৫০০ টাকা) উঠানামা করতে পারে। এবার এই ল্যাপটপ নিয়ে বাকি কথা বলা যাক।

HP 14s-dq2015TU আরো একটি সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ, যেটি অফিসিয়াল কাজের ব্যবহারকারীদের জন্য খুবই উপযোগী একটি ল্যাপটপ। এতে প্রসেসর হিসেবে পাবেন Intel Pentium Silver N5030 প্রসেসর। এছাড়াও এতে ৪ জিবি RAM এবং ৫১২ জিবি HDD স্টোরেজ রয়েছে। এটি মিডিয়াম লেভেলের কাজের জন্য বেশ ভালো পারফরমেন্স দেয় তবে এতে হালকা গেমিং ও করতে পারবেন চাইলে।

HP 14s-dq2015TU গেমিংয়ের জন্য উপযুক্ত নয় তবে চাইলে হালকা গেমিং করতে পারবেন। এতে PUBG একদম লো গ্রাফিক্সে রান করবে তবে ল্যাগ করবে অনেকটা, ফ্রেম ড্রপ এর ঝামেলা তো আছেই। তবে যদি নরমাল গেমার হন তাহলে এটা বেশ ভালো কাজে লাগবে আপনার ২৯ হাজার টাকা অনুযায়ী। এই ল্যাপটপ টি দৈনন্দিন কাজের জন্য ভালো পার্ফমেন্স দিবে।

এতে রয়েছে ১৪ ইঞ্চি এর একটি HD ডিসপ্লে। ব্যাটারি হিসেবে ৩ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে যার লাইফ টাইম মোটামুটি ৭ ঘন্টা।

 

3. Acer Aspire 3 Core i5 8th Gen

প্রথমেই এই ল্যাপটপটির মূল্য বলে দেওয়া ভালো। এই ল্যাপটপ এর মূল্য প্রায় ৩৩ হাজার টাকা। যায়গা ভিত্তিক কিছুটা (±৫০০ টাকা) উঠানামা করতে পারে। এবার এই ল্যাপটপ নিয়ে বাকি কথা বলা যাক।

Acer Aspire 3 একটি শক্তিশালী বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ, যা আপনাকে রেগুলার কাজ এর ক্ষেত্রে অনেক ভালো সার্ভিস দিবে। এতে রয়েছে Intel Core i5-8265U এর প্রসেসর। তাছাড়া ৪ জিবি RAM এবং ১TB HDD স্টোরেজ। এটি অফিস কাজ, হালকা গেমিং এবং মিডিয়া স্ট্রিমিংয়ের জন্য বেশ উপযুক্ত একটি ল্যাপটপ। এছাড়াও এই Acer Aspire 3 ল্যাপটপ এর বডি বেশ স্লিম এবং এটির ব্যাটারি লাইফও ভালো।

৩৩ হাজার টাকার মধ্য বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ হিসেবে এতে কেমন গেমিং পাওয়া যাবে আশা করি আন্দাজ করতে পারছেন। গেমারদের জন্য এই ৩ টা ল্যাপটপ এর একটাও কাজের না। তবে অফিসিয়াল কাজ এবং রেগুলার কাজের সাথে মিডিয়া ব্রাউজিং এর জন্য এই ল্যাপটপ টি বেশ ভালো।

উপরের দুইটার থেকে এই ল্যাপটপ এর ডিসপ্লে একটু বড়। এতে পাবেন ১৫.৬ ইঞ্চি এর একটি HD ডিসপ্লে। ৩ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি যার লাইফটাইম প্রায় ৭-৮ ঘন্টা পাবেন।

 

শেষ কথা

৩৩ হাজার টাকার মধ্য যদি কেউ গেমিং ল্যাপটপ আশা করে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ বৃথা। তবে এই বাজেটে অফিসের কাজ, কিংবা পড়াশোনার জন্য স্লাইড তৈরির পাশাপাশি রেগুলার ব্রাউজিং এর জন্য এই ল্যাপটপ গুলো বেশ ভালো পার্ফরমেন্স দিবে। আশা করো পোস্টটি আপনাদের ভালো লাগবে। কেউ যদি এই ল্যাপটপ গুলো আগে থেকে ব্যবহার করে থাকেন, তাহলে ইউজার এক্সপেরিয়েন্স কমেন্টে জানিয়ে যাবেন।