আসসলামু আলাইকুম , আশা করি সবাই ভালো আছেন, আজকে অনেক দিন পর নতুন একটা পোস্ট নিয়ে হাজির হলাম, অলরেডি আপনারা টাইটেলে দেখেই বুঝে গেছেন আজকের পোস্ট কত ইন্টারশেটিং হতে যাচ্ছে।

তো মূল পোস্টে যাওয়া যাক।
আজকের পোস্টের এই এআই এর কাজ টা আগে একটু বলি। আপনারা অলরেডি অবগত আছেন যে, আমারা যখন ইউটিউব ভিডিও দেখেন , তখন একটা বিষয় খেয়াল করবেন, অনেক ইউটিউবার আছন, যারা মূল টপিকে যাওয়ার আগে বাড়তি প্যাচাল পারে, এছাড়াও অনেক নিউজ আছে , বা অনেক কন্টেন্ট আছে , যেগুলা অনেক বড় , যেগুলা দেখতে দেখতে আমরা বিরক্ত হয়ে যাই।

আবার অনেক টেক ইউটিউবার আছে যারা ভিডিওর মাঝে অনেক কিছু হাইড করে রাখে তো তাদের এসব করার কারনে আমাদের কে তাদের ফুল ভিডিও দেখতে হয় , যেটা অনেক বিরক্ত কর।

সো এগুলা সব সমস্যার সমাধান পাবেন ,এই এআইতে।
এবং সব থেকে গুড নিউজ হলো এটা আপনারা টেলিগ্রাম এপে ব্যবহার করতে পারবেন।

এআই বট লিংক: https://t.me/QuickTubeAi_bot

উপরে থেকে প্রথমে বট টি ওপেন করে নিন।

প্রথমে স্ট্রার্ট করে নিন

এই এআই ব্যবহার করার জন্য আপনাকে এখানে প্রথমে লগইন করতে হবে। আমার দেখানো অপশনে ক্লিক করে দেবেন।

তারপর এরকম আসবে, এখানে ক্লিক করে দিবেন। যারা মোবাইল থেকে করবেন, তাদের শেয়ার অপশন লেখা আসবে, তারা শেয়ারে ক্লিক করে দিবেন।

এরপর দেখতে পারবেন এখানে লগইন হয়ে গেছে।

এখন আপনি এই বটে প্রতি ২৪ ঘন্টা পর পর ১০ কয়েন করে বোনাস নিতে পারবেন। এটা ছাড়াও রেফার করে আনলীমিটেড বোনাস নিতে পারবেন। আর যারা এসব ঝামেলা করতে চান না তারা  Acative Premium অপশনে ক্লিক করে টাকা দিয়ে কিনতে পারবেন, বাংলাদেশি বিকাশ নগদ সাপোর্ট করে।

তো দেখুন আমি এখানে ক্লিক করে বোনাস নিলাম।

এবং দেখুন এখানে টাইম দিছে . ২৪ ঘন্টা পর আবার বোনাস নিতে পারবো।

আর নিচে রেফার লিংক আছে, এটা দিয়ে রেফার করলে দুইজনেই বোনাস পাবেন।

মনে করেন আমি এই ভিডিও না দেখেই জানবো ,এটা সম্পরকে কি বলছে , যাস্ট ভিডিও লিংক টা কপি করে নিবেন।

লিংক দেয়ার পর এখানে কযেক সেকেন্ড দেরি করতে হবে।

এখন দেখুন রেজাল্ট

দেখছন ভিডিও না দেখেই জানতে পারলাম ভিডিওতে কি বলছে

এখানে ০ থেকে ১৭ মিনিট এর ভিডিও গুলো ভালো কাজ করে, বেশি লং ভিডিও কাজ করবেনা।

আরেকটা টেস্ট করলাম ৭ মিনিটের ভিডিও না দেখেই বুঝলাম কি বলছে

আশা করি পোস্টি সবাইকে ভালো লাগছে , ধন্যবাদ।

Leave a Reply