Site icon Trickbd.com

আজ দেখুন সংখ্যা *৯*:: এর অসাধারন ম্যজিক দেকলে অবাক হবেন।

Unnamed

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আর কথা বলব না ডায়রেক কাজে জাই

“৯” ঘরের নামতার দিকে লক্ষ্য করলে দেখা যায়-
৯ X ১ = ৯
৯ X ২= ১৮ (১+৮=৯)
৯ X ৩= ২৭ (২+৭=৯)
৯ X ৪= ৩৬ (৩+৬=৯)
৯ X ৫= ৪৫ (৪+৫=৯)
৯ X ৬= ৫৪ (৫+৪=৯)
৯ X ৭= ৬৩ (৬+৩=৯)
৯ X ৮= ৭২ (৭+২=৯)
৯ X ৯= ৮১ (৮+১=৯)

৯ X ১০= ৯০ (৯+০=৯)
এই ভাবে যতদূর যাওয়া যায় ফল ৯ই হবে। আবার আর একটি ব্যাপার লক্ষ্য করুন ৯ X ৩= ২৭ যদি ২৭ কে উল্টালে ৭২ হয় যা ৯ দ্বারা বিভাজ্য। অর্থাৎ সংখ্যাটি যত বড়ই হোক না কেনো সংখ্যাটির সব সংখ্যা গুলো পাশাপাশি যোগ দিলে যদি ৯ হয় তবে তা নিশ্চত নয় দ্বারা বিভায্য। ধরুন এই ১২১৫ (১+২+১+৫=৯) সংখ্যাটি। যতই উল্টানো পাল্টানো হোক না কেনো তা অবশ্যই ৯ দ্বারা বিভায্য।

এবার আসল প্রসংগে আসি, দুই অংকের কোনো সংখ্যা যাদের পাশাপাশি যোগ করলে যোগফল যদি ১০ হয় তাকে ৯ দিয়ে গুন করলে গুনফল অবশ্যই একটি পেলিনড্রমিক সংখ্যা হবে। পেলিনড্রমিক সংখ্যা নিয়ে আগের কোনো একটি টিউনে আলোচনা করেছিলাম। তারপরও বলছি পেলিনড্রমিক সংখ্যা এমন এক সংখা যাকে উল্টালেও একই রকম হবে।

১৯ কে পাশাপাশি যোগ করলে ১+৯=১০ হবে। আসুন তাহলে ১৯ দিয়েই দেখিঃ
৯ X ১৯ = ১৭১
৯৯ X ১৯ = ১৮৮১
৯৯৯ X ১৯ = ১৮৯৮১
৯৯৯৯ X ১৯ = ১৮৯৯৮১
৯৯৯৯৯ X ১৯ = ১৮৯৯৯৮১
৯৯৯৯৯৯ X ১৯ = ১৮৯৯৯৯৮১
৯৯৯৯৯৯৯ X ১৯ = ১৮৯৯৯৯৯৮১
৯৯৯৯৯৯৯৯ X ১৯ = ১৮৯৯৯৯৯৯৮১

……………………………………………..
…………………………………………………

এভাবে যত দূর যাওয়া যায় এরকমই সুন্দর একটি সংখ্যা সজ্জ্বা দেখা যাবে।
এখাবে আপনারা ৯ অথবা ৯ এর পিঠে ইচ্ছে মত ৯ বসিয়ে সেই সংখ্যাটিকে ২৮, ৩৭, ৪৬, ৫৫, ৬৪, ৭৩, ৮২, ৯১ দিয়ে গুন করে দেখুন দেখবেন অসাধারণ পেলিনড্রমিক সংখ্যা বেড়িয়ে আসছে।

-NoTEঃ পোস্ট টি সংগ্রিহিত
ধন্নবাদ পোস্ট টি ভাল লাগলে এই সাইটটি একবার দেখে আসুন ভাল লাগবে NewTips25.Com