আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই ? জানি ভাল আছেন
আমি আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে তাহলে এবার শুর করা জাক।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল – টি২০ ) এখন মাঠে গড়ানোর অপেক্ষা শুধু। সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে একটি করে ধাপ এগিয়ে যাবে , বিপিএলের ৫ম আসর শুরু হওয়ার সময় ঘনিয়ে আসবে। বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঝখানে ১ বিরতি দিয়ে অবশ্য খেলা শুরু হবে ০২ নভেম্বর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আসছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। এবারও বিপিএলে ক্রিকেট তারকাদের ব্যাপক উপস্থিতি হবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।
আসুন এবার দেখে নেই এখন পয়ন্ত নিশ্চিত হওয়া ৪০বিদেশী ক্রিকেটারদের তালিকা এবং দল।
ঢাকা ডাইনামাইটসঃ
১। কুমারা সাঙ্গাকারা,
২। শেন ওয়াটসন,
৩। সুনিল নারিন,
৪। শহীদ আফ্রিদি,
৫। এভিন লুইস,
৬। এসলে গুনারত্নে,
৭। মোঃ আমির,
৮। নিরশান ডিকওয়ালা,
৯। রসফোর্ড বেটন,
১০। রেভমন পাওয়েল
১১। গ্রায়েম ক্রেমার
.
খুলনা টাইটানসঃ
১। ক্রিস লিন,
৩। রাউলি রুশো,
৪। শাদাব খান,
৫। শারফরাজ আহমেদ,
৬। কাইল অ্যাবট,
৭। এস প্রসন্ন।
.
রংপুর রাইডারসঃ
১। থিসারা পেরেরা,
২। রবি বোপারা,
৩। জনসন চার্লস,
৪। স্যামুয়েল বদ্রি,
৫। ক্রিস গেইল,
৬। ডেভিড উইলি,
.
কুমিল্লা ভিক্টোরিয়ানসঃ
১। রাশিদ খান,
২। কলিন মুনরো,
৩। শোয়েব মালিক,
৪। এঞ্জেলো মাথিউজ,
৫। মোঃ নবী,
৬। হাসান আলী,
৭। ফাহিম আশরাফ,
৮। ইমরান খান।
৯। ডোয়েইন ব্রাবো
.
রাজশাহী কিংসঃ
১। লেন্ডল সিমন্স,
২। মালকম ওয়ালার,
৩। সামিট প্যাটেল,
৪। জেমস ফ্রাঙ্কলিন।
.
সুরমা সিক্সেসঃ
১। ডেবিড মালান,
২। ক্রিস জর্ডান,
৩। মোহাম্মদ সামি।
আগামী ২ নভেম্বর শুরু হবে বিপিএলের পঞ্চম আসর। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।
তথ্যসূত্রঃ অনলাইন
ভাই সময় হলে আমার অসাধারন এই সাইটটি একবার দেখে আসুন আপনার ভালো লাগবেই NewTips25.Com