Site icon Trickbd.com

দেখে নিন, ট্রিকবিডি কে অনুসরন করে বাংলাদেশের কোন ইউটিউব চ্যানেলটি সবচেয়ে দ্রুতগামী ও বিখ্যাত হয়েছে)

Unnamed

আসস্লামু অলাইকুম।কেমন আছেন সবাই?

আসা করি ভালই আছেন.আপনার হয়তোবা জানেন না যে বর্তমানেআমাদের দেশে ৬ টি মাএ YouTube ভেরিফাইড চ্যানেল রয়েছে… (Only Technology)তারমধ্যে

একটি চ্যেনেল (Db Foundation Bangladesh)যে

চ্যানেলটি ৫ মাসের মধ্যে কোন রকম এডাল্ট বা ভুয়া ট্রিক

ছাড়াই ১ লাখের ও বেশি সাবস্ক্রাবার ও অনেক সুনাম অর্জন

করেছে, এটাই বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল যে, এত

সল্প সময়ের ভিতরে ও মাত্র ১৫০ টা ভিডিও পোস্ট করে ১ লক্ষ

+ সাবস্ক্রাইবার অর্জন করেছে…এবং বাংলাদেশের সবচেয়ে বড়

স্পন্সর পেয়েছে এই চ্যনেলটি.এই চ্যানেলে আপনি যেকোনো

ধরনের এন্ডোয়েড, কম্পিউটার, ইডুকেশনাল, সোসিয়াল সতর্কী

মূলক এছারা আর অনেক বিভিন্ন বিষয়ের উপর রিয়েল টিপস

& ট্রিকস পাবেন.(স্কিনসুট দেখুন)জেনে নিন চ্যনেলটি কাকে বা


কোন ওয়েবসাইট টিকে ফলো করে এতো বড় সাফল্য অর্জন

করেছে।চ্যনেলটি প্রথম থেকে আমাদের সবার প্রিয়

Trickbd.Comকে ফলো করে

ভিডিও বানিয়ে ইউটিউব এ পোস্ট করে, প্রথম রেস্পন্স না

পেলেও ১/২ মাসের ভিতরে ধিরে ধিরে ভিডিও এর ভিও

বাড়তে থাকে,এই চ্যানেলের মালিক মো: ইব্রাহিম

হোসাইন।তিনি পেশায় একজন স্টূডেন্ট, এখনো পড়াশুনা

করছেন, (BBA final year)তিনি এখন এই চ্যানেলের মাধ্যমে

মাসে ২০/২৫ জাহার টাকা ইনকাম করেন (Information

Collected by social blade)আমি বেক্তিগত ভাবে তার

সাথে কথাবলেছি, যে বলেছে আমি ট্রিকবিডি ছাড়া অন্য কোনো

ওয়েবসাইট ফলো করিনা, এছাড়া বাংলাদেশের অন্য কোন

ইউটিউব চ্যেনেলের ভিডিও দেখে দেখে আমি ভিডিও

বানাইনা, বরং বিদেশি কিছু চ্যানেল ফলো করি, এবং

বাংলাদেশের ট্রিকবিডি ফলোকরি, কারন ট্রিকবিডির পোস্ট

গুলো আমার আছে অনেক ভাল লাগে, তাই আমি আমার

বেশিভাগ ভিডিওই ট্রিকবিডি দেখে বানাই।তাকে আর একটা

প্রশ্ন করেছিলাম যে এত তাড়াতাড়ি সফল্যের কি রহস্য?, আপনি কিছু বলবেন এ সম্পর্কে?তিনি উত্তর দিয়েছেন, ভিডিও কোয়ালিটি ভাল ছিল, ভিডিও থাম্বুনাইল আকর্শনীয় ছিল, এছারা কোন ভুয়া বা এডাল্ট জাতীয় কন্টেন্ট ছিল না, ভাল প্রেজেন্টেশন এর মাধ্যমে দর্শকের মনে স্থান দখল করে নিছিলাম বিধায় এত তাড়াতাড়ি সফল্যে আসতে পেরেছি।এভাবে ট্রিকবিডি কে ফলো করে এটি এখন বাংলাদেশে বিখ্যাত ইউটিউব চ্যানেল হয়ে গেছে…বাংলাদেশের যে ৬ টি ফেরিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে তার ভিতরে ডি.বি ফাউন্ডেশন ই প্রথম চ্যনেল যার বয়স খুবই কম এবং ভিডিও ও থাম্বুনাইল এর কোয়ালিটি অন্য পাচটি চ্যেনেলের থেকে ১০০ গুন ভাল + সবার থেকে ভিডিওর সংখ্যাও তুমনামূলক ভাবে কম।তিনি ট্রিকবিডি এর সকল মেম্বার, ওউনার, অথোর ও ভিউয়ার কে অভিনন্দন জানিয়েছে, এবং তিনি বলেছেন ট্রিকবিডি ই হল বাংলাদেশের প্রথম ভাল একটি সাইড যেটি দেখে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছেন এবং আমি নিজেও হয়েছি.এই চ্যনেলকে ওমেন থেকে একটি বাংলাদেশি প্রবাসী সংস্থা পুরস্কিত করেছেন একটি ৬৫ হাজার টাকা দামের ল্যাপটপ।তিনি ইউটিউব থেকে সিলাভার প্লে বাটন ও পেয়েছেন। কিন্তু হাতে এসে পৌছেনি (যেহেতু আমেরিকা থেকে আসবে)তাই বিশেষ ভাবে অনুরধ রইলো→রানা ভাইকে←DB Foundation Bangladesh চ্যনেল এর মালিক ইব্রাহিম ভাই, তিনিই আপনারসাথে কথা বলতে চান,কারন আপনার এই উদ্যোগের জন্যই আজ তিনি এখানে আসতে পেরেছেন।(পোস্ট টি কনো প্রমোশনাল বা পার্পোসের জন্যকরা হয় নি, করা হয়ছে, ট্রিকবডি ক ডি.বি ফাউন্ডেশন বাংলাদেশের এর পক্ষ থেকেধন্যবাদ দেয়ার জন্য..আসা করি রানা ভাই ভালো কমেন্ট করবেন…আমার পরবর্তী পোস্টটিফ্রি নেট সম্পর্কে….সবাই ভাল থাকবেন।এই লিংক এ গিয়ে চ্যানেলটি দেখতে পারেন: DB Foundation Bangladesh

Exit mobile version