সার্চ জায়ান্ট গুগল তাদের ব্রাউজারে অনেক কাজের এক্সটেনশন প্রধান করে থাকে। ব্যবহারকারীরা অনেকেই ক্রোম ব্রাউজারে অনেক দরকারি এক্সটেনশন ব্যবহার করে থাকেন। তবে এসব দরকারি এক্সটেনশনের বাহিরেও এমন কিছু এক্সটেনশন রয়েছে যা আপনার কম্পিটারের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এনকেইজ
এই এক্সটেনশন ব্যবহার করলে আপনার ইন্টারনেটের সকল পেজের সকল ছবি নিকোলাস কেইজ এর ছবিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই এই এক্সটেনশন্টি পরীক্ষা করে না দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
এভিজি ওয়েব টিউনআপ
এভিজি ক্রোম এক্সটেনশন সবসময় আপনাকে ভাইরাস, অ্যাডওয়্যার এবং অন্যান্য ব্রাউজার নিরাপত্তা হুমকি থেকে রক্ষা করে কিন্তু এর ব্যবহারকারীর সাথে চুক্তির মধ্যে রয়েছে ব্রাউজিং ইতিহাস সংগ্রহ করা এবং সেই তথ্য বিক্রি করতে পারা।
আর যাই করুন অনুগ্রহ করে এই এক্সটেনশনটি ডাউনলোড না করুন। কেননা রেসলার জন ক্যানাকে আপনি যতই পছন্দ করেন না কেন তারাস্বরে আপনার অডিও স্পিকারে কাজের সময় এই চিৎকার আপনাকে বিরক্ত করবে।
ট্রাম্প রিঅ্যাকশন
এই এক্সটেনশনে আপনার ফেসবুকের রিঅ্যাকশন হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ধরণের ছবিতে। যারা রিভিউ দেয় তারা বলছে, এটি এখন কাজ করছে না।