Site icon Trickbd.com

গ্রামীণ সিমে ৫ টাকায় ১ জিবি, গ্রামীণ সিমে ৯ + ভ্যাট টাকায় ২ জিবি, গ্রামীণ সিমে ৮৯ টাকায় ১ জিবি বিস্তারিত টিউনটি পড়ুন।

Unnamed

প্রথমেই বলে রাখি এই টিউন তাদের জন্যই যারা
এই অফার
সম্পর্কে জানেন না তাদের জন্যই এই টিউন।আর
যারা
জানেন তাদের পড়তে নিষেধ নাই।আর কথা নয়
এবার কাজের
কথায় যাবো
্রামীণফোনে ১GB ইন্টারনেট নিয়ে নিন মাত্র ৫
টাকায়..?
যেসকল গ্রাহক জিপি ইন্টারনেট-এ ফান উপভোগ
করছেন না
, তাদের জন্যই গ্রামীণফোন চালু করছে দারুণ
অফার। এই
ক্যাম্পেইন চলাকালীন, গগত ৩ মাসে ১৫০ কেবি –
এর চেয়ে
কম ইন্টারনেট ব্যবহার করছেন এমন গ্রাহকদের জন্য
থাকছে ১ জিবি 3G ইন্টারনেট মাত্র ৫ টাকায় ।
আসুন
অফারের বিস্তারিত শর্তাবলি জেনে নেই….
অফারটি
শুধুমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য ১

জিবি ডাটা (৫০০এমবি Open + ৫০০ এমবি
Facebook) তে ব্যবহার করা যাবে ৫ টাকায় ১GB
কিনতে
*500*45# ডায়াল করুন এই প্যাকেজটির স্পীড
হচ্ছে
১Mbps যে সকল গ্রাহকের কোনো ইন্টারনেট
প্যাকেজ নেই
কিংবা গত ৯০ দিনে ১৫০ কেবি -এর চেয়েও কম
ইন্টারনেট ব্যবহার করছেন, শুধুমাত্র তাদের জন্যই
এই অফার ১ জিবি 3G অফারের মেয়াদ ৭ দিন এই
প্যাকেজে
কোনো অটো-রিনিউয়াল ফিচার কাজ
করবে না Open Internet ব্যালেন্স জানতে
ডায়াল করুন
*566*10# আর Facebook Internet এর ব্যালেন্স
জানতে ডায়াল করুন *566*1# মেয়াদ শেষে
অতিরিক্ত
ব্যবহারের জন্য ১ পয়সা প্রতি কিলোবাইট
হিসেবে চার্জ কার্যকর হবে পরবর্তী
ঘোষণা না দেয়া পর্যন্তু উপরে উল্লেখিত
ট্যারিফ একটি সাময়িক প্রমোশনাল অফারের জন্য
যদি
গ্রাহক অন্য একটি ডাটা প্যাক-এ থাকা অবস্থায়
এই নতুন ডাটা প্যাকটি নিয়ে থাকেন, তাহলে নতুন
ডাটা প্যাকের শর্তাবলী (দাম, ভলিউম,
মেয়াদকাল এবং অন্যান্য সব শর্তাবলী) প্রযোজ্য
হবে এবং
পূর্ববর্তী অব্যবহৃত ডাটা প্যাক (যদি থাকে)
বাতিল
হয়ে যাবে স্পীড টায়ার হচ্ছে একটি নির্দিষ্ট
স্পীড
টায়ারের
সর্বোচ্চ সীমা। গড় স্পীড একাধিক ফ্যাক্টরের
উপর
নির্ভর করবে, যেমন: হ্যান্ডেসেট, ওয়েবসাইট,
বিটিএস থেকে দূরত্ব ইত্যাদি আজ এ পর্যন্তই।ভুল
ত্রুটি হলে
ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
My site TipsFo.Tk