আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন??
নিশ্চয় ভাল।
ঈদ মোবারক।
,
রানা ভাই এর প্রতি
,
অনেক দিন ধরেই এ পোস্ট টি করব ভাবছি।
ট্রিকবিডি সবার প্রিয় একটা ব্লগ।
সবাই চায় এখানে তাদের জ্ঞান শেয়ার করতে।
কিন্তু Author না হওয়া পর্যন্ত পারে না।
অনেকেই ভালো পোস্ট করেও Author হতে পারেনা।
,
সবাই Trainer রিকুয়েস্ট করে, তারপর তারা ভাবে Admin তাদের পোস্ট রিভিউ করছেনা। তাই তারা বিভিন্ন পোস্ট এ কমেন্ট করে পরিবেশ নষ্ট করে।
তাই আমি চাই, যারা Trainer রিকুয়েস্ট করবে এবং আপনি যাদের পোস্ট রিভিউ করবেন, তাদের যদি ট্রেইনার হওয়ার যোগ্যতা থাকে তাহলে তাকে ট্রেইনার করবেন।
আর যারা যোগ্য না তাদের একটা Notification এর মাধ্যমে জানিয়ে দিবেন, তার সমস্যা কোথায়।
,
আমার মুল কথা এটাই যে, কাউকে ঝুলিয়ে রাখবেন না।
হয় ট্রেইনার রিকুয়েস্ট Accept করবেন নয়তো Reject করবেন।
ঝুলিয়ে রাখবেন না।
,
,
আমি যতোটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। আমার যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন।
,
সবার মতামত চাই
,
ট্রিকবিডি এগিয়ে যাক, এটাই সবার কাম্য।
ধন্যবাদ।
ট্রিকবিডি কর্তৃপক্ষ কে দেখার অনুরোধ রইল

Unnamed