Site icon Trickbd.com

Device not Competible সমস্যার সমাধান (রুট)

Unnamed

হাই বন্ধুরা, কেমন আছেন??? আশা করি ভালো। আজ আপনাদের সবার সামনে অন্যতম একটা সমস্যার কথা এবং সমাধান এর কথা তুলে ধরবো।
.
আমরা সবাই গেইম খেলতে পছন্দ করি। আবার অনেকেই বিভিন্ন এপ দিয়ে নানান কাজ করে থাকি। তো,দেখা যায় অনেক গেইম এ শো করে This game is not compitable For this Device, আবার অনেক এপ আছে যেগুলা তে শো করে This version is not compitible for this device….. যার ফলে কাঙ্খিত গেইম বা এপ টি আমরা চালাতে পারি না।
.
.

সমাধান নিন…


[u]অবশ্যই আপনার ফোন রুটেড হতে হবে…[/u]
প্রথমেই নিচের লিংক থেকে prop editor টা ডাওনলোড করে নিন। তার পর ইন্সটল এবং অপেন করুন….
link= prop editor.apk
তারপর নিচের স্ক্রিনশট এর মত পাবেন….এখানে আপনার ফোনের মডেল, ব্রেন্ড এর নাম থাকবে। ঠিক এই যায়গায় আপনি আপনার মডেলের পরিবর্তে অন্য আরেকটি ভালো ফোনের মডেলের নাম দিবেন। যেমন আমি দিছি GT-l9100 এবং ব্রেন্ড এর যায়গায় স্যামসাং দিছি। আপনারা চাইলে এই টাও দিতে পারেন, অথবা অন্য -ও দিতে পারেন। *শুধু বক্স করা ৫ টা ঘর খুঁজে বের করে এইগুলাই যাস্ট চেঞ্জ করবেন। অন্যগুলো না *

তারপর,

তার পর ডান পাশে উপরে ৩ টি ডট আইকন পাবেন এবং ওখানে ক্লিক করুন। তারপর Save দিন।

কাজ শেষ। এখন ফোন রিবুট দিন। আর আপনার কাঙ্খিত গেইমে যান, আর দেখুন গেইম বা এপ রান হচ্ছে……


সবাই ভালো থাকুন আর প্রব্লেম হলে কমেন্টে জানান……