আজকের এই টিউনের স্বাদ নিতে হলে আপনার যা দরকার হবে তা হলো Opera Mini এবং Mx Player.ইন্টারনেট ব্যাবহার করে অথচ Opera Mini ব্যবহার করে না এইরকম লোক কম-ই খুঁজে পাওয়া যাবে।তদ্রুপভাবে এন্ড্রয়েড ফোন ব্যবহার করে অথচ Mx Player ইন্সটল দেয়া নেই এইরকম লোক খুঁজে পাওয়াটাই দুঃসাধ্য ।তো যাদের এখনো Opera Mini এবং Mx Player ইনস্টল দেয়া নেই তারা GooglePlay store থেকে ইনস্টল করে নিন ।
কিভাবে কী করব:
*প্রথমে অপেরা মিনিতে ডুকে সার্চবারে Youtube.com লিখে সার্চ করুন ।
*যে ভিডিওটা দেখতে চান সেই কাঙ্কিত ভিডিওটি সিলেক্ট করুন ।
*তারপর দেখুন নিচের ছবির মতো উপরে এড্রেসবার দেখতে পাবেন এবং এড্রেসবারে http://m.youtube.com/…..এইরকম লেখা দেখতে পারবেন ।
*এবার http://m.youtube.com/….. এই লেখাটাকে এডিট করে http://m.10youtube.com/…. এইভাবে লিংকটা তৈরি করুন নিচের ছবির মতো
*এবার Mx Player সিলেক্ট করুন এবং সেটিংয়ে গিয়ে Background অপশনটিতে টিক দিয়ে দিন ।ব্যাস হয়ে গেলে এবং স্বাদ নিতে থাকুন
তো আজকে এই পর্যন্তই
সবাই সুস্থ থাকুন,ভালো থাকুন এবং ট্রিকবিডি এর সাথেই থাকুন,ধন্যবাদ ।