Site icon Trickbd.com

কিভাবে পরিস্কার করবেন আপনার সাধের ক্যামেরার সেন্সার?

প্রত্যেকবার লেন্স বদল করার সময় আমাদের ক্যামেরা সেন্সরে ডাস্ট ঢোকার সম্ভবনা থাকে। যেকোন ফোটোগ্রাফারের জীবনে ক্যামেরা পরিস্কার করা এক অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ কাজ।

ক্যামেরার সেন্সার পরিস্কার রাখা খুবই জরুরি। নয়তো সব ছবিতেই কালো ছোপ দেখা যাবে। তাই আসুন দেখে নেওয়া যাক কিভাবে পরিস্কার করবেন ক্যামেরার সেন্সার।

আটো ক্লিন ফিচার ক্যাবহার করে

অনেক DSLR ক্যামেরায় অটোমেটিক সেন্সার ক্লিনের অপশান থাকে। এই অপশানটি ব্যাবহার করলে মাইক্রো ভাইব্রেটার ব্যাবহার করলে ক্যামেরা সেন্সারে জমা ধুলো ফেলে দেয়। আপনার ক্যামেরায় যদি এই অপশান না থাকে তবে অন্য উপায়ে আপনি ক্যামেরার ডাস্ট ঝেড়ে ফেলতে পারবেন।

নিজে হাতে পরিস্কার করার আগে দেখে নিন এই সবকটি জিনিস আপনার কাছে আছে কি না।

লিন্ট ফ্রি ক্লিনিং সোয়াব, যেটা আপনার ক্যামেরা সেন্সারের জন্য তৈরী।

ক্যামেরা সেনসর ক্লিনিং সলিউশান

এয়ার ব্লোয়ার। কিভাবে ক্লিন করবেন ক্যামেরা সেন্সার?

স্টেপ ১। আপনার ক্যামেরায় সেন্সার ক্লিন করার অপশানটি খুঁজে বার করুন।

স্টেপ ২। এই মোডটি সিলেক্ট করলে আপনার ক্যামেরার মিররটি লক হয়ে যাবে এবং সেন্সারটি দেখা যাবে।

স্টেপ ৩। এরপর ব্লয়ার দিয়ে ক্যামেরার সেন্সারে জোরে হাওয়া দিন। লক্ষ্য রাখবেন ব্লয়ারের মাথা যেনো ক্যামেরার সেন্সার স্পর্শ না করে। এইভাবে সেন্সারের ধুলো ঝেড়ে ফেলুন।

স্টেপ ৪। এরপর সোয়াবের উপর দুই ফোঁটা সলিউশান দিয়ে সেন্সারের উপর সেটিকে আলতো করে বোলান।

স্টেপ ৫। এরপর লেন্স লাগিয়ে ছবি তুলুতে শুরু করুন।

Exit mobile version