Site icon Trickbd.com

কোন প্রকার apps ব্যাবহার না করে কল ওয়েটিং সিস্টেম চালু করুন। সব ফোন এ কাজ করবে ১০০%

Unnamed

“আসসালামু আলাইকুম ”

সবাই কেমন আছেন?
আশা করি সবাই ভাল আছেন। আমি আজ শিখাব কিভাবে কোন প্রকার apps ব্যাবহার না করে মোবাইল কিভাবে ওয়েটিং সিস্টেম চালু করবেন। আমার আগে যদি কেউ এই নিয়ে পোস্ট করে থাকেন। তাহলেলে তার কাছে ক্ষামা চেয়ে নিচ্ছি।

কিভাবে কাজ করবেন


১. এটা সব মোবাইল এ কাজ করবে। সেটা জাভা, নন জাভা, Android, Iphone যে ফোন বলেন না কেন? সব ফোনে কাজ করবে।
২. এর জন্য প্রথমে আপনার নাম্বার ডায়াল ওপশনে যেতে হবে।
৩. তার পর *#43# অথবা *43# ডায়াল করুন।
৪. এই বার কল বাটন এ ক্লিক করেন। যারা বাটল ফোন তারা *#43# বা *43# এ ডায়াল করে কল বাটনে প্রেস করবেন।
৫. এর পর আপনি নিচের মত মেসেজ পাবেন
৬. আপনার কল ওয়েটিং চালু হয়ে গিয়েছে।
৭. এটা খুব সহজ বলে একট স্কিন শট দিয়ে পোস্ট শেষ করলাম। ভুল হলে ক্ষমা করবেন।
কোন সমস্যা হলে কমেন্ট করুন।
ধন্যবাদ।
অথবা আমার সাথে facebook কানেক্ট হতে পারেন।
Exit mobile version