Site icon Trickbd.com

এবার আপনিও লিখুন উইকিপিডিয়াতে পার্ট ১ By Ashes

Unnamed

AshesOrnob Tricks এ আপনাকে স্বাগতম,
আমরা মোটামুটি সবাই Wikipedia এর সাথে পরিচিত। উইকিপিডিয়া হলো তথ্য ভাণ্ডার! পৃথিবী প্রায় সব বিখ্যাত তথ্য সেখানে পাওয়া যায়। কিন্তু আমাদের অনেকের ইচ্ছে হয় সেই উইকিপিডিয়াতে নিজের লেখা লিখতে। কিন্তু কিভাবে লিখবো তা আমরা অনেকেই জানিনা।

আমি দুই পর্বের মাধ্যমে শেখাবো কিভাবে উইকিপিডিয়াতে লিখতে হয়। আজকের পর্বে স্টেপ বাই স্টেপ থাকবে কিভাবে উইকিপিডিয়াতে রেজিস্ট্রেশন করতে হয়।চলুন শুরু করি…!

How to write in Wikipedia. Part-1

*রেজিস্ট্রেশন করার জন্য ক্রোম ব্রাউজার (Chrome Browser) দিয়ে http://bn.m.wikipedia.org তে প্রবেশ করুন।( আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাপস ব্যবহার করুন,তবে ক্রোম ব্রাউজার Better হবে)

স্টেপ ১: স্ক্রিনশুট ১নং ফলো করুন

স্টেপ ২: স্ক্রিনশুট ২নং ফলো করুন


স্টেপ ৩: স্ক্রিনশুট ৩নং ফলো করুন

স্টেপ ৪: স্ক্রিনশুট ৪ এর তথ্য গুলো পূরণ করে আপনার একাউন্ট তৈরি করুন

এরপর আপনার মোবাইলে ইমেইল এ একটা মেসেজ যাবে সেটা দিয়ে কনফার্ম করে নিবেন।
,

আজ এই পর্যন্তই।কিছু না বুঝলে কমন্টে বলুন।পরের পর্বে দেখাবো কিভাবে উইকিপিডিয়াতে নিজের লেখা দিতে হয়।সেই পর্যন্ত ভালো থাকবেন।
ধন্যবাদ।
আর ভালো লাগলে আমার সাইটটা ঘুরে আসবেন।

সৌজন্যে: আমার সাইট

Exit mobile version