Site icon Trickbd.com

একবার চার্জ করলে চলবে ৪০ দিন পর্যন্ত

Unnamed

আসসলামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন।

আপনাদের সামনে হাজির হলাম একটি নিউজ নিয়ে।

একবার চার্জে চলবে ৪০ দিন


চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অকিটেল আবিষ্কার করল একটি উচ্চ ব্যাটারি সম্পন্ন স্মার্টফোন।

এর আগে এই কোম্পানি ১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার এর ব্যাটারি ছাড়েন বাজারে।
কিন্তু এবার ঘটল বিরল ঘটনা।

তৈরি করলেন ৬০০০ মিলিঅ্যাম্পয়ার ব্যাটারি।

স্মার্টফোনটির মডেল K6000


ফোনটির আরো বিস্তারিত

*এটিতে একবার সম্পুর্ন করলে, ৪০ দিন পর্যন্ত যাবে।

*ফোনটিতে শুধু গান শুনলে ৪৬ দিন পর্যন্ত চার্জ যাবে।

*ফোনটিতে মাত্র ৫ মিনিট চার্জ দিলে ২ঘন্টা কথা বলা যাবে।

*এটিতে রিভার্স চার্জিং প্রযুক্তি আছে। ফলে এটি দিয়ে অন্যফোনেও চার্জ দেয়া যাবে।

এটাতে দ্রুত চার্জ করার প্রযুক্তি রয়েছে। তবে এখন পর্যন্ত ফোনের কনফিগারেসন বা দরদাম সমন্ধে বলা হয় নি।

****পোষ্ট টি যদিও এই লিংক থেকে
নেওয়া, কিন্ত নিজের আঙ্গিকে সাজানো (রানা ভাইয়ের নিয়ম অনুযায়ী) ।

মানুষ মাত্র ভুল। ভুল হলে ক্ষমার দৃশ্টিতে দেখবেন।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

Exit mobile version