Site icon Trickbd.com

৯০ টি স্টাইলে টেক্সট লেখুন আলাদা কোনো কীবোর্ড ছাড়াই। সব কীবোর্ড দিয়েই লেখতে পারবেন। এবার টেক্সট দেখা যাবে নতুন লুকে। সবাই দেখুন

Unnamed

আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?? অনেকদিন পর আজ আবার আসলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকের পোস্ট Stylish Text নিয়ে। তো আসল কথায় চলে যাই…
.
.
♠♠♠ যারা জানেন, তাদের জন্য এই পোস্ট নয়… যদি আপনি পোস্ট এর ব্যাপাররে আগে থেকেই জানেন, তাহলে পোস্ট এখনিই ইগনোর করতে পারেন ♠♠♠
.
.
আজকে দেখবেন কিভাবে স্টাইলিশ ভাবে টেক্সট লেখা যায় । সাধারণত স্টাইলিশ টেক্সট এর জন্য আলাদা কীবোর্ড ব্যবহার করা হয়। কিন্তু আজ আপনাদের মধ্যে এমন একটা এপ নিয়ে আসলাম যা দিয়ে আলাদা আলাদা কীবোর্ড নয়, সব কীবোর্ড দিয়েই এই স্টাইলিশ টেক্সট লেখতে পারবেন….
প্রথমেই নিচ থেকে এই এপ টি ডাউনলোড করে নিন।
Download Link
.
.
এপটি ইন্সটল করুন তার পর

এইরকম আসবে। CONTINUE এ ক্লিক করুন।

তারপর
এইরকম আসবে। Turn on Stylish Text Popup আসবে। এইখানে Turn On করে দিন।
তারপর

এইরকম আসবে। এখানে টেক্সট লিস্ট আসবে। আপনি আপনার পছন্দ মত স্টাইলের পাশে স্টার চিহ্নিত স্থানে স্টার এ মার্ক দিয়ে দিন।
.
বাম দিকে উপরে দেখুন 3 টা দাগ কাটা একটা অপশন আছে, ওখানে ক্লিক করুন…
তারপর
চাইলেই এপ কালার চেইঞ্জ করতে পারবেন।
আবার নিচে দেখুন
পোপাপ টাইম আছে। আপনি ইচ্ছে মত টাইম সিলেক্ট করুন। এইটা হলো টাইপিং এর সময় এই এপ এর একটা পোপাপ আপনার স্ক্রিনে আসবে। কতক্ষন সময় এই পোপাপ টা রাখতে চান, তার সিলেকশন এইটা ।

.
কাজ শেষ। এখন যেকোনো জায়গায় কিছু লেখুন, আর তখন ই ঐ পোপাপ এ ক্লিক করুন। দেখুন আপনার টেক্সট চেইঞ্জ হয়ে গেছে।.
.
টেক্সট লেখার পর ঐ পোপাপে ক্লিক না করলে কিন্তু টেক্সট স্টাইল চেইঞ্জ হবে না…।.
.

এখানে টোটাল ৯০ টা স্টাইল আছে। আপনি আপনার ইচ্ছে মত যেকোনো স্টাইলে টেক্সট চেইঞ্জ করতে পোপাপ এর উপর টিপ দিয়ে ধরে রাখুন। সরাসরি এপে চলে যাবেন তাহলে। ওখানে আবার যেকোনো টেক্সট স্টাইল সিলেক্ট করতে পারবেন।.


### একসাথে একাধিক টেক্সট সিলেক্ট করতে পারবেন না।
### বাংলা লেখায় এই স্টাইলিশ টেক্সট কার্যকরী না।
.
.
এবার এনজয় করুন এই স্টাইলিশ টেক্সট। ভাল থাকুন, সুস্থ থাকুন।
.
.যেকোনো প্রয়োজনে ফেইসবুকে যোগাযোগ করতে পারেন….
#ধন্যবাদ
Exit mobile version