Site icon Trickbd.com

অনলাইনে ছবি রাখার সেরা কয়েকটি ওয়েবসাইট।

Unnamed

আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।

বর্তমানে সবারই ছবি তোলার শখ রয়েছে।
যাদের DSLR রয়েছে তাদের তো কোন কথাই নাই।।
অনেকে অনেক ভাল ভাল ছবি শুট করে কিন্তু ছবি গুলা অনলাইনে রাখার মত ভাল কোন সাইট পায় না।

তাদের জন্য আজকে নিয়ে এলাম অসাধারন কয়েকটি সাইট।এখানে বিনামূল্যে ছবি জমা রাখা যাবে।

পেক্সেলস

উচ্চ রেজল্যুশনের ছবি রাখার জন্য দারুণ একটি ওয়েবসাইট। প্রতিটি ছবির তথ্যও যোগ করা যায়। কোন ক্যামেরায় তোলা, কোন সফটওয়্যার ব্যবহারে ছবিটি সম্পাদনা করেছেন এসব তথ্য।
বিস্তারিত: এখানে দেখুন

পিক্সাবে

ছবি তো রাখা যাবেই। কিন্তু যাঁরা বিভিন্ন ধরনের ছবির খোঁজ করেন, তাঁদের জন্য এই ওয়েবসাইট খুব কাজের। বিষয় নির্বাচন করে ছবি খোঁজা যায়। একজন সর্বোচ্চ ১০ লাখ ছবি নামাতে পারবেন। তবে এখানকার ছবির রেজল্যুশন পিক্সেলের মতো তেমন ভালো নয়। তবে ওয়েবসাইট কিংবা কাগজে অবশ্য ছাপানোর মতো যোগ্য।

বিস্তারিত: এখানে দেখুন


স্টকস্ন্যাপ ডট আইও

উচ্চ রেজল্যুশনের ছবি রাখা যায় এতে। পাশাপাশি বিষয় ধরে ছবিও খোঁজা যায়। বিশেষ করে তারিখ, সবচেয়ে বেশি নামানো ও দেখা ছবি—এমন ধরনের বিষয় ধরে ছবি খোঁজা যায়।
বিস্তারিত:এখানে দেখুন

উৎসঃ প্রথম আলো।

ধন্যবাদ সবাইকে।

Exit mobile version