Site icon Trickbd.com

Coinbase এ একাউন্ট খোলা এবং Bitcoin/Wallet এড্রেস তৈরী করার পদ্ধতি

Unnamed

১) প্রথমে ব্রাউজার থেকে এই লিংকে ঢুকুন।

২) তারপর আপনার First Name, Last Name, Email Address এবং Password দিয়ে ক্যাপচা পুরন করে Sign Up বাটনে ক্লিক করুন।

৩) আপনার Email Address এ একটা Confirmation মেইল যাবে।

৪) Confirmation মেইলটি ওপেন করুন।

৪) এবার Verify Email Address এ ক্লিক করুন।

৫) আপনার একাউন্ট তৈরী হয়ে গেছে 🙂

এবার Bitcoin/ওয়ালেট এড্রেস পেতে হলে আপনাকে যা করতে হবে :

১) প্রথমে Menu তে ক্লিক করে Tools এ যান।

২) তারপর Create New Address এ ক্লিক করুন।

৩) এরপর নিচে যে কয়েকটি সংখ্যা দেখবেন এইটিই হচ্ছে আপনার Bitcoin Wallet Address ।

বি:দ্র: আপনি যত খুশি বিটকয়েন/ওয়ালেট এড্রেস বানাতে পারবেন এতে করে আপনার আগের এড্রেস গুলা ডিলিট হবে নাহ তাই আপনি চাইলে আপনার আগের তৈরী করা এড্রেস গুলো থেকেও বিটকয়েন লেন-দেন করতে পারবেন। তবে একাউন্ট সুরক্ষিত রাখার জন্য প্রতি লেন-দেন এর সময় নতুন করে এড্রেস তৈরী করে ব্যবহার করাই উত্তম।