Site icon Trickbd.com

SMS করে জেনে নিন কবে পাচ্ছেন আপনার স্মার্টকার্ড, বিস্তারিত।

Unnamed

আস্’সালামু আলাইকুম। আশা করি আপনারা ও অনেক ভাল আছেন।

আজকের পোষ্টটে থাকছে “কিভাবে পাবেন আপনার স্মার্টকার্ড SMS এর মাধ্যমে। ”


বাংলাদেশ সরকার নাগরিকদের দেওয়া শুরু করেছে স্মার্টকার্ড।
ইতি মধ্যে অনেকে হাতে পেয়েছেন , আর যারা পান নি তারা জেনে নিন কিভাবে বা কবে পাবেন আপনার স্মার্টকার্ড। এসএমএসের মাধ্যমেও বিতরণের তারিখ ও কেন্দ্রের নাম জানা যাবে। 

যেভাবে এস এম এস করবেন

*** আপনার মেসেজ অপশনে গিয়ে SC লিখে স্পেস দিয়ে NID লিখে একটা স্পেস দিয়ে ১৭ সংখ্যার এনআইডি নম্বর লিখে পাঠিয়ে দিন ১০৫ নাম্বারে।

আর যাদের এনআইডি ১৩ ডিজিটের তাদের এনআইডির নম্বরের প্রথমে জন্ম সাল যোগ করতে হবে। যেমন -SC NID 1974xxxxxxxxxxxxx

যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছে কিন্তু এখনো এনআইডি পাননি তারা SC লিখে স্পেস দিয়ে F লিখে স্পেস দিয়ে নিবন্ধন স্লিপের ফরম নম্বর লিখে স্পেস দিয়ে D লিখে স্পেস দিয়ে yyy-mm-dd ফরমেটে জন্ম তারিখ লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে।

আপনি চাইলে ওয়েব সাইটেও ভিজিট করে দেখতে পারেন।

নির্বাচন কমিশনার অফিসিয়াল ওয়েবসাইট


এখানে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ অথবা ফরম নম্বর ও জন্মতারিখ দিয়ে স্মার্টকার্ড বিতরণের তারিখ জানা যাবে।** তবে যাদের স্মার্টকার্ড বিতরণের তারিখ এখনো নির্ধারণ হয়নি তাদেরকে পরবর্তীতে আবার অনুসন্ধান করার কথা বলা হবে।

মানুষ মাত্র ভুল। পোষ্টের কোথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি