Site icon Trickbd.com

আসুন HTML শিখি একদম শুরু থেকে [পর্ব 1] By~RtRaselBD

Unnamed

আসসালামু আলাইকুম ।
প্রিয় ট্রিকবিডির বন্দুরা আপনারা সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভালো থাকে । এটা সবাই জানে ।

আজ থেকে আমি আপনাদের HTML শিখাবো

আপনারা হয়তো বলতে পারেন HTML আবার কী?
উত্তরঃ এইচটিএমএল
(HTML) এর
অর্থ হচ্ছে
Hyper Text
Markup
Language. এটা
কোন
প্রোগ্রামিং
ল্যাংগুয়েজ নয়,
মার্কআপ
ল্যাংগুয়েজ।

আপনারা আরো প্রশ্ন করতে পারেন ।

HTML কি জন্য শিখবো?
উত্তরঃ ওয়েব
ডেভেলপার হতে
হলে এই
ল্যাংগুয়েজ টি
সবার আগে
ভালভাবে
শিখতে হবে।
তবে এটা শেখা
খুব সহজ।

তো চলুন আরো জেনে নেই

যে জিনিস লাগবে
এইচটিএমএল
শিখতে (অর্থ্যাৎ
এইচটিএমএল কোড
কোথায় লিখবেন)

আমার যেহেতু PC নাই তাই Android দিয়েই শিখাবো । যারা Android ব্যবহার করেন তারা Google Play স্টোর থেকে Html Edittor apps টা ডাইনলোড করে নিন ।

এইচটিএমএল
শিখতে যে শব্দগুলি
ভালভাবে জানা
দরকার

এগুলো নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করবো ।
এ শব্দগুলি সবসময়
আসবে এবং এগুলির
পরিষ্কার ধারনা
থাকতে হবে।

HTML এর সর্বশেষ
ভার্সন হচ্ছে
HTML5.

HTML5 এ HTML সকল নিয়ম অনুসরন করা হয়।
কাজেই HTML 5 শিখলেই আগের ভার্সনগুলি অটোমেটিক শেখা হয়ে যাবে। তাই আমি ঐ ভাবে
পর্বগুলি
দেব।

* W3C নামের এই
সংস্থাটি HTML
তৈরী এবং
ম্যানেজমেন্ট করে।
HTML 5 মুলত HTML
ই তবে এখানে নতুন
নতুন অনেক ট্যাগ
এবং নিয়ম যুক্ত
হয়েছে যেগুলির
বর্ননা আমি
পরবর্তী
পর্বে
প্রয়োজন অনুসারে
আপনাদের শিখাবো ।
তো আজকের মতো এখানেই শেষ করছি ।
সবাইকে ধন্যবাদ ।

LikerBD.Top

Exit mobile version