Site icon Trickbd.com

আপনার লিখা ইংলিশ পেরাগ্রাফে কতটি শব্দ এবং কতটি অক্ষর আছে তা দেখে নিন মাত্র এক ক্লিকেই! তাছাড়াও পেরাগ্রাফকে কনভার্ট করুন বিভিন্ন স্টাইলে কনো এপ ছাড়াই!(net connection needed)

Unnamed

আসসালামুয়ালাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার
করবো
তা হচ্ছেঃ

আপনি আপনার লিখা ইংলিশ পেরাগ্রাফ এ কতটি
অক্ষর এবং কতটি শ্বব্দ লিখেছেন তা একক্লিকেই
জানতে পারবেন!তাছাড়াও আপনার লিখা পেরাগ্রাফের
বর্ণগুলোকে এক ক্লিকেই বড় হাতের,ছোট হাতের করতে
পারবেন। বাক্যের প্রতিটি শব্দের প্রথম অক্ষগুলোকে বড়
হাতের এবং পরের গুলোকে ছোট হাতের করতে পারবেন।
এছাড়াও আপনার লিখাকে aLtErNtinG cAsE এবং InVeRs
CaSe এ কনভার্ট করতে পারবেন মাত্র এক ক্লিকেই!

তাহলে চলুন শুরু করি…
প্রথমে এই লিংকে প্রবেশ করুন।
তারপর নিচের মতো একটি পেইজ দেখতে পাবেন।

এখন দেখুন একটা ফাঁকা বক্স দেখতে পাবেন,
সেখানে ক্লিক করুন এবং আপনার পেরাগ্রাফটি ঐ বক্সে
লিখুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
দেখুন আমি কিছু বাক্য সেখানে লিখেছি।

এবার একটু নিচে দেখুন কয়েকটি অপশন দেখতে পাবেন,
সেখান থেকে Sentence case লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার দেখুন আপনার লিখা পেরাগ্রাফের প্রত্যেকটি
বাক্যের প্রথম অক্ষরগুলো বড় হাতের এবং পরের গুলো সব
ছোট হাতের হয়ে গিয়েছে!

নিচের চিত্রটি লক্ষ করুন।

এখন আবার আগের মতোই নিচের অপশন থেকে lower case
লিখার ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার দেখুন আপনার লিখা পেরাগ্রাফের সকল লিখা
ছোট হাতের হয়ে গেছে!
নিচের চিত্রটি লক্ষ করুন।

আবার আগের মতো নিচের অপশন গুলো থেকে UPPER
CASE লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এখন দেখুন আপনার লিখা পেরাগ্রাফের সকল অক্ষর বড়
হাতের লিখায় কনভার্ট হয়ে গিয়েছে।
নিচের চিত্রটি লক্ষ করুন।

আবারে আগের মতোই Capitalize Case লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার নিচে দেখুন পেরাগ্রাফের প্রত্যেকটি শব্দের
প্রথম অক্ষরগুলো বড় হাতের এবং পরের গুলো সব ছোট
হাতের হয়ে গিয়েছে।
নিচের চিত্রটি লক্ষ করুন।

আবার আগের মতো aLtErNtinG cAsE লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবার দেখুন আপনার লিখা পেরাগ্রাফের সকল লিখা
aLtErNtinG স্টাইলের হয়ে গিয়েছে।

এবারে InVeRs CaSe লিখায় ক্লিক করুন।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এবারে দেখুন আপনার লিখাগুলো InVeRs স্টাইলের হয়ে
গিয়েছে।
নিচের চিত্রটি লক্ষ করুন।

এখন কথা হচ্ছে কিভাবে দেখবেন যে আপনার
পেরাগ্রাফে কতটি শব্দ এবং কতটি অক্ষর আছে?
সমাধাণ নিচে দেখুন,
ফাঁকা বক্সের নিচে দুইটা সংখ্যা দেখা যাচ্ছে।
প্রথমটি হচ্ছে অক্ষরের সংখ্যা,আর পরেরটা হচ্ছে শব্দের
সংখ্যা।
নিচের চিত্রটি লক্ষ করুন।

আশা করি আমার আজকের পোষ্টটা আপনাদের একটু
হলেও কাজে আসবে।
পরিশেষে ভাই আপনাদের
কাছে আজ একটা জিনিস চাইবো,
সেটা হচ্ছে দোয়া।
আমার মা খুব অসুস্থ, দোয়াকরে ভাই সবাই আল্লাহর
কাছে একটু দোয়া করবেন আমার মা যেন খুব তাড়াতাড়ি
সুস্থ হয়ে ওঠেন।(আমিন)
তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা থেংক্স আশা করতেই পারি…।

যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।
ফেসবুকে আমি
সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ