আসসালামুয়ালাইকুম , বন্ধুরা কেমন আছেন ???
আমি কিন্তু বেশ ভালো ।
এই গেমটি Assassin’s Creed সিরিজের তৃতীয় গেম এবং Ezio Trilogy এর দ্বিতীয় অধ্যায়। প্রাচীন রোম শহরের কাহিনী নিয়ে নির্মিত এই গেমটিকে Assassin’s Creed II এর Direct Sequal হিসেবে অ্যাখ্যায়িত করা হয়। গেমটি আসলে একটি Action-Adventure Open World Stealth Video Game হিসেবে রিলিজ করা হয়েছে। গেমটির ডেভেলপমেন্ট হয়েছে Ubisoft Montreal Studio তে। এই গেমটির ডিজাইনার হলেন Patrick Plourde(Game Director), Stephane Baudet(Multi-Player Director), Patrice Desilets(Creative Director-Uncredited).
গেমটির কাহিনী ও Screenplay যারা লিখেছেন তারা হলেন Corey May(Story) ও Jeffrey Yohalem(Head writter and Story) এবং সম্পাদনা করেছেন Jesper Kyd.
এক নজরে Assassin’s Creed: Brotherhood এর Technical Review:
1. Game Engine : Anvil Havok
2. Version : 1.02 (PC)
3. Genre : Action-Adventure, Open world, Stealth
4. Mode: Single-Player, Multi-Player
5. Rating(S) :
A) ACB: MA15+
B) BBFC: 15
C) ESRB: M
D) PEGI: 18+
E) USK: 16
6) Platforms:
A) Playstation 3
B) Xbox 360
C) Microsoft Windows
D) Mac OS
E) Cloud (onLive)
7) Realise Date:
A) For Microsoft Windows:
i) North America : March 22, 2011
ii) Australia : March 17, 2011
iii) Europe : March 18, 2011
iv) Japan : June 3, 2011
B) For Playstation 3 & Xbox 360:
i) North America : November 16, 2010
ii) Australia : November 18, 2010
iii) Europe : November 19, 2010
iv) Japan : December 9, 2010
আগেই বলেছি Assassin’s Creed: Brothehood গেমটি Assassin’s Creed II এর Direct Sequalহিসেবে রিলিজ করা হয়েছে। এই গেমে Ezio Auditore da Firenze এবং Desmond Miles পুনরায় প্রধান চরিত্র হিসেবে ফিরিয়ে আনা হয়েছে এবং পূর্বের সিক্যুয়ালের উপসংহার অংশ থেকেই এই গেমের কাহিনী শুরু করা হয়েছে। Assassin’s Creed সিরিজের মাল্টিপ্লেয়ার মোডের গেম হিসেবে এই গেমটিকেই প্রথম রিলিজ করা হয়েছে।
Assassin’s Creed সিরিজের এই গেমটিতে Gameplay এবং অন্যান্য অপশনে বেশ কিছু বৈচিত্র্য আনা হয়েছে। এই গেমটিতে গেমার শহরের যেকোন ১২টি “Borgia Tower” ধ্বংস করে নতুন টিম মেম্বার সংযুক্ত করতে পারবেন। তারপর শহরের যেখানে “Papal Troops” এর আস্তানা রয়েছে সেগুলো নিস্ক্রিয় করতে হবে। গেমার যেসব নতুন মেম্বার সংযুক্ত করবেন যদি তারা অন্য কাজে নিয়োজিত না থাকে তাহলে তিনি ইচ্ছে করলে তাদেরকে সমগ্র ইউরোপে বিভিন্ন মিশনে পাঠাতে পারবেন অথবা তার নিজস্ব লড়াইয়ে সাহায্যের জন্য ডাকতে পারবেন। প্রতিটি সফল মিশন গেমারের অভিজ্ঞতা বৃদ্ধি করতে সাহায্য করবে। প্রতিটি মিশন শেষ হওয়ার সাথে সাথে গেমারের লাইফলাইন, রণকৌশল, অস্ত্র সাহায্য বৃদ্ধি পাবে।
এই গেমটিতে নতুন কিছু Gadget সংযুক্ত করা হয়েছে । যেমন লিওনার্দো দ্য ভিঞ্চি এর প্যারাশ্যুট ইত্যাদি। গেমটির মূল কাহিনী প্রাচীন রোমকে ঘিরে আবর্তিত করা হলেও গেমার ইচ্ছা করলে পাশের অন্যান্য শহর ঘুরে আসতে পারেন। এতে বাহন হিসেবে গেমার একটি ঘোড়া ও আত্মরক্ষার জন্য সবসময় একটি তলোয়ার সাথে পাবেন।
গেমারের সুবিধার জন্যই এই গেমটি Combat System এ কিছু পরিবর্তন আনা হয়েছে। আক্রমণাত্মক রণকৌশল এতে সংযুক্ত করা হয়েছে। তার পাশাপাশি গ্রাফিক্স, ভিডিও সেন্সরেও কিছু উন্নতি ঘটানো হয়েছে।
এবার চলুন গেমটির কিছু স্ক্রীণশট দেখে নেয়া যাক:
ফটো টো দেখলেন কি ভালো লাগলো ???
তাহলে চলুন এক নজরে Triler দেখে আসি ????
আর কি লাগবে ???
গেমসটা সত্যি অনেক সুন্দর । যারা খেলবেন তারাই বুঝবেন কতটা মজাদার গেমসটি ।
দেখে নিন Gamesplay দেখুন গেমস টি খেলতে কেমন
যাহ শালা ! দেখেছেন ?? কত সুন্দর ।
হাত লেগে গেছে ভাই এতগুলা লেখতে লেখতে । নিচে Downlaod লিংক দিচ্ছি । দেখুন নিচেঃ-
পার্ট২ ( ৮০০এম্বি এর একটু বেশি )
কেমন লাগলো হা ??? ভালো লেগেছে ?? অনেক ভাই তোঁ আমার এক কান নষ্ট করে ডিল ” ভাই লিংক এক্সপায়ার ” হু ! পিসি থেকে Download করুন না হলে । হে হে ! তবে যাই বলেন আর তাই বলেন এইবার আর সমস্যা হবেনা আমি সরাসরি লিংক দিয়েছি । Google Drive এ আপলোড দেয়া আছে । যদি এতেও Downlaod করতে না পারেন তাহলে এখানে এসে দেখে নিবেন ভিডিও টা ক্লিক করে
বুঝতে পেরেছেন ??? থাকেন আজ টা টা । আল্লহ হাফেজ
আপনাদের সেবায় আরও থাকছেঃ-
Graphices Design Part 1 Bangla Tutorials
Graphices Design Part II Bangla Tutorials
একে ফেলুন মৌমাছি Graphices Design Adobe Illustrator দিয়ে
Download করে নেন Assassins Creed Origins শুধু মাত্র মাত্র পিসি User দের জন্য
Download করুন কঠিন পিসির গেমস অসাধারন Ghost Recon Pradator খেলুন আপনার Android এ
ডাউনলোড করুন Call Of duty World At War পিসি ভার্শন