রবি সিমের মতো বাংলালিংক সিমে সার্কেল চালু করে নিন এবং আড্ডায় মেতে উঠুন।সকল বাংলালিংক গ্রাহক সার্কেলে যুক্ত হতে পারবেন।বাংলালিংক সার্কেল ব্যবহারের নিয়ম রবি সার্কেলের মতোই। বাংলালিংক সার্কেল হচ্ছে এসএমএস ভিত্তিক একটি সামাজিক নেটওয়ার্ক।যার মাধ্যমে ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে পারবে। সার্কেল ব্যবহার করলে আপনি অন্য সার্কেল ব্যবহারকারীর সাথে চ্যাট বা CPOKE করতে পারবে।
তাহলে শুরু করা যাক
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে CREG USERNAME লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বারে।উদাহরণ: CREG Yahia
তাহলে আপনার রেজিষ্টেশন হয়ে যাবে।
কোন সমস্যা নেই আমি আছি আপনাদের সাথে।
আসুন প্রথমে জানি কিভাবে ব্যালেন্স চেক করতে হয়।
মোবাইলে ম্যাসেজ অপশন গিয়ে CBAL লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বারে।মেসেজ এর মাধ্যমে আপনার পয়েন্ট জানিয়ে দেবে।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CWHO লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বার।তাহলে আপনার কাছে সার্কেল মেম্বারের username আসবে।
এবার আপনি যার সাথে জয়েন করতে চান,তার username কপি করুন এবং CJOIN USERNAME লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বারে। উদাহরণ: CJOIN Yahia
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে CPOKE USERNAME মেসেজ লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বারে।এখানে USERNAME হলো যার কাছে মেসেজ করবেন তার USERNAME যেমন CPOKE YAHIA HI
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে CSHOUT YOUR SMS লিখে পাঠিয়ে দিন 8880 নম্বারে। যেমন CSHOUT How are you?
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে CSHARE POINT USERNAME লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বার।
উদাহরণ: CSHARE 50 Yahia
আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে CXJOIN USERNAME লিখে পাঠিয়ে দিন 8880 নাম্বারে।এখানে USERNAME হলো যাকে সরাবেন তার USERNAME
যেমন CXJOIN YAHIA
এসব কিছু জানলেই আপনি সার্কেল ব্যবহার করতে পারবেন।আপনি যদি মনে করেন এতো লেখালেখি করব কেন? তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে Baglalink Circle অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। পোষ্টে কোন ভুল ক্রটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।