Site icon Trickbd.com

ফোন লকের ঝামেলা থেকে বাচুন।আপনার ফোন কখনই লক হবে না যতক্ষণ আপনার কাছে থাকবে।

Unnamed

“আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?

আজকের পোস্টের বিষয়:

“Smart lock”


এর সাহায্যে আপনি বেশ কিছু সুবিধা পাবেন। যেমন ধরুন–আপনার সেটে আপনি প্যাটার্ন লক বা পিন লক দিয়েছেন। এখন আপনার কাছে যদি বারবার লক খোলার বিষয়টা ঝামেলার মনে হয় তাহলে এর সাহায্যে আপনার ফোন যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ পিন বা প্যাটার্ন পরবে না।
এরকম আরো একটি সুবিধা হল : আপনি যদি চান যে আপনার ফোন শুধুমাত্র আপনার বাড়িতে আনলক অবস্থায় থাকবে কিন্তু অন্য জায়গায় গেলেই লক হয়ে যাবে, তাও পারবেন।আবার আপনার ব্লুটুথ ডিভাইসের সাহায্যেও আনলক করতে পারবেন।

আজকে শুধু দেখাবো কিভাবে ফোন নিজের কাছে থাকলে লক হবে না। এ বিষয়ে আপনারা অনেকেই জানেন।তারপরও যারা জানে না তাদের জন্য আমার প্রচেষ্টা :

চলুন শুরু করা যাক

◼ প্রথমে Settings > Security তে গিয়ে Smart Lock অপশনে ক্লিক করুন
◼ আপনার ফোন প্যাটার্ন,অথবা পিন কোড প্রবেশ করেন।
◼ On body detection এ ক্লিক করুন
◼ স্ক্রিনে দেখানো জায়গায় ক্লিক করে Continue করে দিন।

কাজ শেষ,এখন আপনার ফোন যতক্ষণ আপনার হাতে বা পকেটে থাকবে ততক্ষণ ফোনের স্ক্রিন অফ হলেও প্যাটার্ন বা পিন পরবে না।
আপনি যখন টেবিল বা অন্য কোথাও রেখে দিবেন কেবল তখনই প্যাটার্ন বা পিন পরবে।
◼ অনেকের Smart Lock অপশনটা এরকম দেখতে পারে।এজন্য আগে একটা স্ক্রিন লক পিন বা প্যাটার্ন সেট করে নিবেন
অনেকের ফোনে Smart Lock অপশনটা থাকে না।এজন্য আপনাকে Google play service আপডেট দিতে হবে।

আপডেট থাকলেই smart lock সুবিধা পেয়ে যাবেন।

পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ