Site icon Trickbd.com

প্লে স্টোর এ আবারও UC Browser, ইউসি হেটার্সরা কই?

বেশ কিছুদিন আগে ইউসি ব্রাউজার নিয়ে অনেক সমালোচনা শোনা গেছে,
UC Browser তথ্য চুড়ি করে, খারাপ খবর দেয়,
মোবাইল নষ্ট করে, বাজে Browser, এইরমক নানান কথা।
তাদের অবগতির জন্য বলছি, আপনি কি জানেন,
UC Browser পৃথিবির একটি নামি দামি মুসলিম প্রতিষ্ঠান আলিবাবা গ্রুপের একটি এ্যাপ?
তারা তাদের কাস্টমারদের আনন্দ দেয়ার জন্য প্রাইয়ই লক্ষ লক্ষ টাকা ব্যায় করেকেম্পইন চালু করে, যেই কেম্পেইনে আমি ২ বার উইন হয়েছি।

আপনি কি ভুলে গেছেন UC Download speed?
আপনি কি ভুলে গেছেন যখন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল তখন UC দিয়ে ফেসবুক চালিয়েছেন?
আসলে ভোলারই কথা।

বাঙ্গালি বলে কথা।
অনেকদিন আগেতো Ridmik Keyboard ও প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছিল, তার মানে কি Ridmik Keyboard ও খারাপ?
না, প্লে স্টোর বিভিন্ন কারনে প্লে স্টোর থেকে এপ রিমুভ করে,
আবার কয়েকদিন পর ফিড়েও আসে।

যখন কোন দেশের গভমেন্ট কোন ওয়েবসাইট বন্ধ রাখে, তখন আপনি ইউসি দিয়ে আরামচেয়ে ঐ সব ওয়েব সাইট Browsing করতে পারবেন ?
UC তে প্রাইভেসি রিস্ক নেই,

কয়েকটি UC সুভিধা

১. Download speed পাবেন অনেক বেশি,
২. Browsing Speed ও অনন্য Browser এর চেয়ে বেশি।
৩. ডাটা সেভিং
৪. এ্যাড বক্লিং,

আমার কাছে UC এর উপর কনো Browser নেই।
আমার প্রিয় Browser.

UC IS BEST..!
আপনারা কোন দিধা ছাড়াই UC USE করতে পারেন
ধন্যবাদ।
Exit mobile version