Be a Trainer! Share your knowledge.
Home » Uncategorized » [Hot post] আপনার Android কি রুট করতে চান।।দেখেন Andorid রুট করলে কি কি করতে পারবেন আর রুট না করা হলে কি কি করতে পারবেন না।সাথে আছে রুট এর সুবিধা ও অসুবিধা।।

[Hot post] আপনার Android কি রুট করতে চান।।দেখেন Andorid রুট করলে কি কি করতে পারবেন আর রুট না করা হলে কি কি করতে পারবেন না।সাথে আছে রুট এর সুবিধা ও অসুবিধা।।

আসসালামু আলাইকুম ফ্রেন্ডস।

আশা করি সবাই ভাল আছেন।

আজ তেমন কিছু আপনাদের সামনে না নিয়ে আস্তে পারলেও নিয়ে এসেছি রুট এর কিছু টিপসস।

আজ আমরা জানব রুট করলে কি কি
করতে পারব।

আর রুট করা না থাকলে
কি কি করতে পারবনা।

ত রুট করলে আপনি যা যা করতে পারবেন তা হল: –


১. রুটিং আপনাকে আপনার অ্যান্ড্রয়েডে ‘সুপার ইউজার’ অধীকার দেয়।

২. ফোনটিতে কি থাকবে আর কি থাকবে না তা নিশ্চিত করতে পারবেন। ডিফল্ট হিষেবে থাকা অনেক সফ্টওয়ার আপনার পছন্দ নাও হতে পারে। রুট আপনাকে এগুলো Uninstall বা Replace করার ক্ষমতা দেয়।

৩. অ্যান্ড্রয়েড মার্কেটে ও অন্য সফ্টওয়ার সাইটে পাওয়া যায় অসাধারণ সব অ্যান্ড্রয়েড সিস্টেম সফ্টওয়ার, যা দিয়ে নানাভাবে ফোনের পারফর্মেন্স বাড়াতে পারবেন। কিন্তু রুট ছাড়া এসব হয় না।

৪. অনেক ইনবিল্ট ফিচার যা একটি ডিভাইসে সাপোর্ট করে অথচ অন্য ডিভাইসে হয় না, কিন্তু রুটিঙের মাধ্যমে এগুলো ঠিক করা যায়। উদাহরণস্বরূপ, লাউভ ওয়ালপেপার Samsung Galaxy Spica তে রুট না করলে চলে না।

৫. আপনার ডিভাইসটির WifI বা Bluetooth সংযোগের মাধ্যমে ইন্টারনেট সংযোগ শেয়ার এবং ওয়াইফাই দিয়ে উচ্চগতিতে ডাটা ট্রান্সফার করতে এনড্রয়েডে ওয়াইফাই/ব্লুটুথ টেথারিং করতে হয়, যার জন্য রুট বাধ্যতামূলক।

৬. বিল্ট-ইন না থাকলে ফোনে বাংলা ফন্ট ইন্সটল করতে রুট লাগবে।

যদিও স্পিড বাড়ানোর জন্যই আপনার ফোন আপনি রুট করবেন, কিন্তু ঠিক ভাবে কনফিগার করতে না পারলে আপনার ডিভাইস ফাস্ট না হয়ে উল্টো স্লো হয়ে যাবে ফোনের ওয়ারেন্টি শেষ হয়ে যাবে এছাড়া ভাইরাসের কিছু ভয় আছে। রুট করতে চাইলে কিংরুট অথবা আইরুট সফটওয়্যার ব্যবহার করে রুট করুন.


রুট করার সুবিধা


1.পারফরমেন্স বাড়ানোঃ

বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ডিভাইসের অব্যবহৃত ফাইল, টেমপোরারি ফাইল ইত্যাদি নিয়মিত মুছে ফোনের গতি ঠিক রাখা।


2.ওভারক্লকিং করাঃ

সিপিইউ স্পিড স্বাভাবিক অবস্থায় যতটা থাকে তারচেয়ে বেশি দ্রুত কাজ করানো।

এর মাধ্যমে কোনো বিশেষ কাজে প্রসেসরের গতি বাড়ানোর প্রয়োজন পড়লে তা করা যায়।


3.আন্ডারক্লকিং করাঃ

যখন ডিভাইস এমনিতেই পড়ে থাকে, তখন সিপিইউ যেন অযথা কাজ না করে যে জন্য এর কাজের ক্ষমতা কমিয়ে আনা। এতে করে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব।


4.কাস্টম ইউআই :

আপনার ডিভাইসের হোমস্ক্রিন, লক স্ক্রিন, মেনু ইত্যাদি বিভিন্ন ইউজার ইন্টারফেসের ডিজাইন একটা সময় পর আর ভালো নাও লাগতে পারে।

তখন আপনি ডিভাইসে নতুনত্ব আনতে পারবেন নতুন সব কাস্টম ইউজার ইন্টারফেসের মাধ্যমে।

এগুলোকে অন্যভাবে রমও বলা হয়।

5.কাস্টম রমইন্সটল করার সুবিধা:-


অনেক ডেভেলপার বিভিন্ন জনপ্রিয় ডিভাইসের জন্য কাস্টম রম তৈরি করে থাকেন।

এসব রম ইন্সটল করে আপনি আপনার সেটকে সম্পূর্ণ নতুন একটি সেটের রূপ দিতে পারবেন।

বাইরে থেকে অবশ্যই এর ডানা-পাখনা গজাবে না বা ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগাপিক্সেল হবে না, কিন্তু ভেতরের ডিজাইন ও ক্ষেত্রবিশেষে পারফরম্যান্সেও আসবে আমূল পরিবর্তন।

রুট করার অসুবিধা:


1.ওয়ারেন্টি হারানোঃ

ডিভাইস রুট করার মাধ্যমে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে।

তাই রুট করার আগে সাবধান।

অবশ্য অনেক সেট আবার আনরুট করা যায়।

আর সেট আনরুট করা হলে তা সার্ভিস সেন্টারে থাকা টেকনিশিয়ানরা অনেক সময়ই ধরতে পারেন না যে সেটটি রুট করা হয়েছিল। তবে কাস্টম রম থাকলে ধরা খাওয়া এড়ানোর উপায় নেই।

2.ফোন ব্রিক করাঃ


ব্রিক অর্থ ইট।

আর ফোন ব্রিক মানে আপনার ডিভাইসকে ইটে রূপান্তরিত করা।

অর্থাৎ, এর কাজ করার ক্ষমতা হারানো।

রুট করা ও এর পরবর্তী বিভিন্ন কাজের সময় একটু এদিক- সেদিক হলেই ফোনে স্থায়ী বা অস্থায়ী সমস্যা হতে পারে।

আপনার ফোনের প্রস্তুতকারক কোম্পানি ফোনটি আনরুট অবস্থায় দেন যেন এর ক্ষতি না হয়।

রুট করার মাধ্যমে আপনি সেই নিশ্চয়তা ভেঙ্গে ফেলছেন। আপনি kingroot দিয়ে হয়তোবা I root দিয়ে আপনার মোবাইল রুট করতে পারবেন।।

আজ এ পর্যন্তই।
এবার আপ্নেই ঠিক করুন আপনি আপনার মোবাইল রুট করবেন কি করবেন না।।
আজ আসি।

ধন্যবাদ।
পোস্ট এ কোন ভুল হলে মাফ করবেন।
আর কোন দরকার হলে fb তে আমি

6 years ago (Dec 06, 2017)

About Author (45)

salman abir munna
author

যা জানি তা জানাব।আর যা জানিনা তা জেনে নিব।নতুন কিছু দেওয়ার চেস্টা করব। ✌✌✌ ✅মুভি লাভার✅ যেকোনো মুভির রিভিউ দিতে ভাল্লাগে?

Trickbd Official Telegram

66 responses to “[Hot post] আপনার Android কি রুট করতে চান।।দেখেন Andorid রুট করলে কি কি করতে পারবেন আর রুট না করা হলে কি কি করতে পারবেন না।সাথে আছে রুট এর সুবিধা ও অসুবিধা।।”

  1. Mehedi Islam Ripon Author says:

    খুব সুন্দর পোষ্ট।অনেক কিছু জানলাম।

  2. JaHiD Contributor says:

    6.0 virson kingroot or I root dia root hobe…

  3. Diproman_Biswas Contributor says:

    6.0 te kivabe temporary root korbo.

  4. Diproman_Biswas Contributor says:

    6.0 te kivabe temporary root korbo. link soho den.

  5. Sumonmirza Contributor says:

    আমি xiaomi redmi note 5a রুট করতে চাচ্ছি কিন্তু কিং রুট দিতে করতে পারছিনা বা হচ্ছেনা এর সমাধান কি?

  6. EvilBoy Rain Contributor says:

    good post bro……❤❤❤

  7. RD Rasedul Contributor says:

    Amar mobile Sm A300F
    version 4.4.4
    mobile.Rooted
    Ai version theke 6.0 te Update kmne korbo?
    anybody Can help.
    Any tut

  8. MkSabbir Contributor says:

    vaai.amar syphony v32 kono vabeii root korte partica… kew help korben plzzz.
    Android version :5.1

  9. rajudhunatbogra Author says:

    ভাই আপনার 0 fb লিংক টা দিন ভাই।আপনার কাছে খুব দরকার আছে।আপনি যে,ফেসবুক লিংক দিছেন তা তে কোন কিছুই আসেনা।

  10. Diproman_Biswas Contributor says:

    koi vai root catagory toh nai apni link den

  11. BlackJony Contributor says:

    কপি পোস্ট ?

  12. Noman1122 Contributor says:

    ae gula to bohu bocor ager ktha

  13. Skdjmahbub Contributor says:

    nice post…..

  14. Create Contributor says:

    kitkate 4.4.2 root korte chai kivabe korbo

    kingroot try korsi hoyna
    root strategy unaivailable দেখায়।

  15. Saif Contributor says:

    Thanks bro. 1st time root niye bistarito porlam.

  16. Jony Champ Author says:

    ভালোই লাগলো

  17. Nashurollah Contributor says:

    কম্পিউটার দিয়ে মার্শমোলো অর্থাৎ ভার্সন ৬+ ফোন কিভাবে রুট করতে হয়,তা নিয়ে এমন সুন্দর সহজ সাবলীলভাবে একটা পোস্ট করার জন্য অনুরোধ করছি,পোস্ট টি এমন হতে হবে প্রত্যেকটি ধাপ ছবি সহ বর্ণনা এবং কি করতেই হবে না করতে হবে,না করলে কি ধরনের লাভ-ক্ষতি হতে পারে তারও সুস্পষ্ট বর্ণনাসহ।

  18. Yaseen1122 Contributor says:

    Apnar fb link den

  19. Inam Contributor says:

    phone ki re-store hobe vai?

  20. Mahfuz Author says:

    phone re-store hobe naki?

  21. sojib.khan Contributor says:

    samsung galaxy core 2 pc sara kibabe root korbo mobile diaa!

  22. Md Himul Contributor says:

    root er subida niye 2 number option tar subida kemne nibo, help plz

Leave a Reply

Switch To Desktop Version