Site icon Trickbd.com

কিভাবে নিজস্ব ডাউনলোড লিংক বানাবেন এবং ফ্রি Storage এ আপলোড করবেন

হাই বন্ধুরা..!  আবারো নিয়ে এলাম একটি নতুন টিউন। এটি বিশেষ করে তাদের জন্য যাদের  নিয়মিত অনেক রকমের ফাইল অনেকের সাথে শেয়ার করতে হয় so তারা এই ট্রপিক টি ব্যবহার করে খুব সহজেই ফ্রি storage এ আপনার যেকোনো ফাইল আপলোড করে লিংক বানাতে পারবেন।

ইউটিউবারদের জন্যও এটি প্রয়োজনীয়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা playstore থেকে একটি অ্যাপস ডাউনলোড দিব।  যার নাম Mediafire।

ডাউনলোড করুন

তারপর ওপেন করুন।  এখন আপনি আপনার ফেসবুক একাউন্ট দিয়ে একাউন্ট  টি খুলতে পারবেন।

আমরা ফেসবুক  লগ ইন করে একাউন্ট একটিভ করব। তারপর Skip এ ক্লিক করুন।  এখন আপলোড আইকন এ ক্লিক  করে আপনার যেকোনো ফাইল আপলোড করুন।

এখন উপরের ঠ্রি ডট আইকন এ ক্লিক করে আপলোড এ যান এখানে আপনার ফাইল টি আপলোড হচ্ছে তা দেখাবে।

ফাইলটি ১০০% আপলোড হয়ে গেলে back  এ আসুন এবং রিফ্রেশ করুন আপলোড কৃত ফাইলটি দেখাবে।

 

ধন্যবাদ সবাইকে ?