প্রথমেই আমার সালাম নিবেন ।
আসসালামু আলাইকুম ।
আজ আবারও আমি ট্রিক বিডির সকল গ্রাহকদের জন্য একটি দারুণ ট্রিক নিয়ে হাজির হলাম । আমার জানা মতে এই বিষয় নিয়ে আগে কেউ কোনো টপিক লিখে নিই । তাই আজ আমি বসে পরলাম আপনাদের শিখানোর জন্য । আমার জানা মতে এই ট্রিক অনেকেই জানেন আবার অনেকেই জানেন না । যারা জানেন তারা কোনো খারাপ মন্তব্য করবেন না । এটা শুধু যারা জানে না তাদের জন্য ।
এটা আমি যে কোনো ফোন ( বাটন ) দিয়েই করতে পারবেন ।
আপনাদের সুবিধার্থে কিছু Screenshot ও দিলাম . আশা করি ভালো লাগবে ।
আমরা কাজ টা স্টেপ বাই স্টেপ করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ।
তবে আরেক টা কথা এই কাজ যে Browser দিয়ে করবেন . সেই Browser এ আপনার ফেসবুক একাউন্টে লগিন করা থাকতে হবে ।
: প্রথমে নিচের লিংকে যান এখানে ক্লিক করুন
লোডিং নেয়ার পর যে ওয়েজ পেজ এসেছে সেই পেজের একদম নিচে চলে যান । দেখুন লেখা আছে Country Flag Generater এই লেখাতে ক্লিক করুন । না বুঝলে নিচের ছবি টি লক্ষ করুন ।
পেজ লোডিং নেয়ার পর দেখুন পৃথিবীর সবগুলো দেশের নাম ও পতাকার ছবি এসেছে । এখানে থেকে BanglaDesh সিলেক্ট করুন । অন্য কোনো দেশ ও সিলেক্ট করতে পারেন । আমি বাংলাদেশ করলাম । Bangladesh এর ছবির উপর ক্লিক করুন যেমন আমি করলাম ।
পেজ লোডিং শেষ হলে দেখুন বাংলাদেশের পতাকার উপর একটা ঘর আছে তার নিচে কিছু লেখা আছে । সে খানে আপনার যা ইচ্ছা তাই লিখুন যেমন আমি লিখলাম । নিচের ছবিটি দেখুন ।
এবার Created My Flag এ ক্লিক করুন । তারপর পেজ লোডিং নিলে একটা পেজ আসবে । সেখানে একটা নিল কালার বক্ষের ভিতর লেখা আছে Contune With Name ( Name এর জায়গায় আপনার ফেসবুক আইডি নাম থাকবে ) এটাতে ক্লিক করলে নিচের মত আসবে ।
দেখুন পতাকার ভিতরের ঘরে আপনার ফেসবুক প্রফাইল পিকচার এসেছে । এবার এটা ডাউনলোড করব । তার জন্য Download লেখাতে ক্লিক করতে হবে ।
তাহলে নিচের মত আসবে ।
Save এ ক্লিক করে ছবিটি Save করে নিন ।
আমাদের কাজ শেষ ।
অনেক কস্ট করে লিখলাম । আজ তাহলে এখানেই শেষ করছি । আবার দেখা হবে অন্য একটা ট্রিক এর মাঝে । এই পর্যন্ত সবাই Trickbd.com এর সাথেই থাকুন । ধন্যবাদ