Site icon Trickbd.com

চলুন এবার Microsoft Office Word শিখি ধাপে ধাপে (স্ক্রিনসট সহ) Part –1

আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লাহ সালাম ও শুভেচ্ছা  জানিয়ে শুরু করছি Ms word এর মজার পর্ব ভিত্তিক টুইট সমূহ নিয়ে

 

এবার একটা দিচ্ছি পরের পর্ব গুলোতে আরো দিব অপেক্ষায় থাকুন .. এখন যেটা দিচ্ছি সেটা হয়তবা অনেকেরই জানা থাকতে পারে তার পরে ও কয়েকজন পাঠকের যদি এই টিউনটা উপকারে আসে আমি মনে করব আমি সফল…

 

..তাহলে চলুন টিউনটা দেখে ফেলি আমরা আজকে দেখব কিভাবে Ms word এ কারো নাম খুজে বের করব শুধুমাত্র তার নামের প্রথম অক্ষর দিয়ে….

 

তাহলে দেখি কিভাবে করতে হয় …

মনে করেন আপনি একটি ফাইল তৈরী করেছেন যার পৃষ্ঠা সংখ্যা দশ এবং ঐ ফাইল এ মনে করেন ১০০০ জনের নাম আছে আপনার খুজতে হবে একজনকে তার নাম জানেন কিন্তু পুরাপুরি জানেন না অথবা তার নামের স্পেলিং জানেন না এক এই নামটি

১০০০ জনের মধ্য হতে আপনাকে খুজে বের করতে হবে তো আপনি এটা খুজতে গেলে আপনাকে সময়ে প্রয়োজন হবে

 

….কি করবেন তাহলে এখন…..খুব সহজ চিন্তা নাই …আপনি এবার একটি কাজ করেন আপনার ঐ ফাইটি অপেন করে

 

Edit – Find -More এ click করে Use wildcards এর পাশে ঠিক চিহৃ দিয়ে Find what পাশে খালি বাক্সে এটা লিখেন Ro??? অর্থাৎ আপনি যার নাম খুজছেন তার নাম হল Rohim সে সাপেক্ষে তার নামের প্রথম দুই অক্ষর লিখলেন আর বাকি গুলো প্রশ্নবোধক চিহৃ দিলেন

আপনি চাইলে একটি অক্ষর লিখে চারটি প্রশ্নবোধক চিহৃ দিতে পারেন এর পর আপনি যদি Find next ক্লিক করলে আপনি

আপনার কাঙ্খিত নামটি পেয়ে যাবেন

আর যদি নামের ‍স্পেলিং না জানেন তাহলে ‍Sound like এর পাশে ঠিক চিহৃ দিয়ে rhim লিখে Find next ক্লিক করলে আপনি আপনার কাঙ্খিত নামটি পেয়ে যাবেন….না বুঝলে নিচের চিত্র দেখুন…..

 

 

আজকের জন্য বিদায় পরের Part এর জন্য অপেক্ষায় থাকুন

 

আমার প্রথম পিডিএফ বুক ধন্যবাদ সবাই কে আমার বইটি ডাউনলোড করার জন্য ৩০০০+ ডাউনলোড করেছেন। 

ডাউনলোড প্রযুক্তি খুঁটিনাটি

ফেইসবুক আমি