Site icon Trickbd.com

চলুন মোবাইল কে বানিয়ে ফেলি ওয়াইফাই রিপিটার?[না থাকবে স্পিড নিয়ে ভাবনা না থাকবে সিগন্যাল নিয়ে ভাবনা]

Unnamed

আসসালামু আলাইকুম,?????

সবাই কেমন আছেন??? আজ একটি দূর্দান্ত টিপস নিয়ে হাজির হয়েছি যা কোথাও খুজে পাবেন না????
___________________???_________________________

তো চলুন শুরু করি আজকের ট্রিক্স= Lets start…………….????
______________________________________________________

wifi এ থাকা অবস্থায়ই wifi hotspot করে ফেলুন, মোবাইলকেই বানিয়ে ফেলুন রিপিটার আর যেখানে wifi signal পৌছেনি সেখানে পাঠিয়ে দিন signal নয় স্পীড নিয়ে ভাবনা। ফুল ভাসন সফটও্যার এই টিউন ছাড়া এটি আর কোথাও  নেই।
______________________________________________________
সবার অনেক উৎসাহ এবং অনুরোধ এ আজকের এই ট্রিক্স টি দিলাম।
_____________________________________________________

আমার করা ২০১৭/১৮ সালের সেরা ট্রিক্স আজকের এই ট্রিক্স। কেননা আমি মনে মনে এমনি একটি সফটওয়্যার অনেক খুজতেছিলাম বহুদিন থেকে এর কারন হচ্ছে আমার বাসায় বারান্দার কাছে wifi signal থাকছে কিন্তু রুমের ভিতর নেই এমনা অবস্থায় মনে মনে ভাবলাম কেমন হত যদি wifi এ কানেক্ট থাকা অবস্থায় তা আবার wifi tethering  করা যেত তাহলে সিগন্যাল এর signal strength ভাল পাওয়া যেত এবং যেখানে সিগন্যাল নেই সেখান থেকে ও ব্যবহার করা যেত। যেই ভাবনা সেই কাজ কেননা আমার মাথায় একবার একটি জিনীস যদি ঢুকে যায় কোন ভাবে তাহলে তা শেষ না করা পযন্ত google কে আর রক্ষা দেই না, বলতে পারেন তখন গুগুল আর আমি সার্চ এর যুদ্ধে লিপ্ত হই। যাই হোক বেশি কথা না বাড়িয়ে এবার সরাসরি কাজে চলে যাই।
_________________♥♥________________♥♥___________

সম্পূন টিউনটি না পড়লে কিছুই বুঝবেন না

কাজের ধরনঃ Wifi কে রিপিটার বানানো।

কার্যপ্রনালীঃAndorid মোবাইল কে রিপিটার বানানো Root মেথড এবং without Root মেথড।

প্রয়োজনীয় উপকরনঃ একটি সচল Andorid মোবাইল এবং আমার দেওয়া দুইটি Apps.

বিবরনঃ সাধারনত Andorid মোবাইলগুলো ROOTED করা থাকে না। রুট হচ্ছে সোজা বাংলায় যদি বলি তাহলে আপনি ফোনটির মূল এডমিনশীপ নিয়ে নিলেন যাতে করে আপনি যেভাবে খুশি  সেভাবে সেটিং করে নিতে পারেন আর  যদি রুট না করা থাকে তাহলে বুঝতে হবে যে আপনি ফোনটির একজন  USER মাত্র।  কিছু কিছু মোবাইলে আবার আগে থেকেই রুট করা থাকে যেমন ALCATEL মোবাইলে আগে থেকেই রুট করা।  যদি ROOT করা থাকে আপনার ফোন তাহলে আপনি খুব সহজেই কোন প্রকার কনফিগারেশন ছাড়াই  নেট ব্যবহার করতে পারবেন। আর যদি রুট না করা থাকে তাহলেও পারবেন কিন্তু এখানে একটু মেনুয়েলি কনফিগার করে নিতে হবে। যাই হোক রুট নিয়ে অনেক কথা বলা হল এবার সরাসরি কাজে চলুন-

১.এখান থেকে দুইটি সফটওয়্যার ডাউনলোড করুন

Apps No-1lucky patcher new

Apps No-2 net share

নিম্মের ছবিটির মত করে-

তারপর নিম্মের ছবিটির মত ক্লিক করুন

তারপর নিম্মের ছবিটির মত open করুন

এখন Install করুন এবৎ done এ ক্লিক করুন।

এবার দ্বিতীয় software টি একই সিস্টেম এ ডাউনলোড করুন এবং ইনস্টল করে done এ ক্লিক করুন।

এবার দেখাব কিভাবে তা ফুল ভাসন করতে হবে এটির মূল্য ৮০০৳ টাকা যা আমি আপনাদের জন্য তা ফ্রি করে দিচ্ছি।

ফুল ভাসন করতে BUY Full Version এ ক্লিক করুন। ক্লিক করলে নিম্মের মত একটি মস্যাজ আসবে।

তারপর উপরের তিনটা টিক চিহ্ন দিয়ে ওকে করুন। তারপর দেখবেন লেখা আসবে apps has been update to full version.

ব্যাস কাজ শেষ আপনি সফটও্যারটি ফুল ভাসন করে ফেলেছেন।

এখন আপনি পূনরায় প্রবেশ করুন এবং ক্লিক করুন start wifi hostspot network।

user Id এবং পাসওয়াড দেখতে পাবেন এটি চেঞ্জ করলে কিন্ত কাজ হবে না সুতরাং সাবধান। এখন আপনি অন্য যে ডিভাইসটিতে এটি ব্যবহার করতে চাচ্ছেন তাতে এ দুইটি অ্যাপস শেয়ার ইট এর মাধ্যমে দিয়ে দিন এবং একই নিয়মে ইন্সল করুন এবং  ফুল ভাসন বানিয়ে নিন।
_____________________________________________________

তারপর wifi  কানেক্ট করুন দেখবেন একটি ম্যাসেজ আসবে আসলে I trusted this application এ ক্লিক করুন এবং ওকে দিন তাহলেই ব্যাস আপনি ইন্টারনেট ব্যাবাহার করতে পারবেন আরামসে।
_____________________________________________________

বিঃদ্রঃ :- যাদের ফোন রুটেড তাদের কোন চিন্তাই নাই উপরের কোন ঝামেলা করা লাগবোনা শুধু এই এপ্স টা নামিয়ে ইন্সটল করুন ধন্যবাদ।??
________________________|________♠________♠_____

রুট ইউজারদের জন্য:-এখানে উপরের সিস্টেমই ডাউনলোড করুন
_____________________♥♥♥_________________________
যদি কোন সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে আমার ফেসবুক:-
visit my fb

আইডিয়া  এবং অরিজিনাল পোষ্ট ক্রেডিট ~ https://trickbd.com/android-tips/428736

Exit mobile version