আসলামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি এজন্য আপনাদের মাঝে পোস্ট নিয়ে আসতে সক্ষম হয়েছি। আজকের পোস্ট এর বিষয় Rockstar Series এর সেরা গেইম GTA V নিয়ে। আশা করি নিজস্বার্থে পোস্টটি পরবেন এবং অহেতুক GTA V এর পিছনে নেট এ সার্চ বন্ধ করবেন।
Start My Post
আপনারা অনেকেই জানেন GTA V এখন পর্যন্ত Android এর জন্য বাহির হয়নি। তবুও এর জন্য প্রতিদিন গুগল এ সার্চ হওয়ায় এটি পপুলারিটি স্থান পেয়েছে। আসলে আমার মতে এটার পিছনে সময় দেয়া অহেতুক। কারন 100% প্রমানিত যে GTA V এনড্রয়েড এর জন্য কোনো ভাবেই খেলার উপযোগি হয়নি।
#তাহলে প্রশ্ন এই যে, আমরা কেন প্রতিনিয়ত এই বিষয়ে খুজছি।
# উত্তর হতে পারে এমন,
আরে ভাই অরিজিনাল না হউক কপি গেইম পাওয়া যাবে।
অথবা,
অফিসিয়ালি কেউ ২নম্বরি করে বিভিন্ন সাইট এ দিছে।
## আমি বলি তেমন কিছু এখন ও হয়নি এবং আমি এটা প্রমান করে দেখাবো।
Rockstar Official Website Proof
আপনারা যখন গুগল এ সার্চ দেন তখন আপনাদের কাছে ঠিক এইরকম একটা পেজ আসে।
আরে ভাই এসব দেখে যে কেউ ভাববে এই গেম রিয়াল, কিন্তু না এটা ফেক।
##আবার আমার কাছে প্রশ্ন হতে পারে আরে ভাই এইসব গেম এ মাইকেল কোথায় থেকে আসছে?
উত্তর এই যে, এসব কিছু অ্যাডোবি ফটোশপ C6S এর কাজ।
এখানে আমি ইচ্ছা করলে সবার এনিমেশন ব্যবহার করতে পারি। যেমন : আমি CJ কে Michael এর এনিমেশন এ ফটোশপ দিয়ে চেঞ্জ করে দিলাম। তাহলেই সেটা GTA v এর মত হয়ে গেল। কিন্তু শুধু এনিমেশন বদলে আর কিছু হবেনা মিশন তো একই থাকবে। তাহলে Gta v এর কিছুই হলনা।
Requirements এর দিক দিয়ে
Pc Requirements
GPU: Intel Dual core 1.8 gh processor (minimum)
Ram: 4GB
Graphics card: 1GB (intel or Radeon)
OS: Windows 7,8,10
এত কিছুর পরেও গেম অনেকবার হাং এবং ক্রাশ হয় ।
তাহলে এনড্রেয়ড এ এমন কি আছে যা দিয়ে এই গেম খেলা যাবে।
আচ্ছা আমি একটা উদাহরণ দিচ্ছি,
উদাহরণ
## যখন Gta sanandreas Pc এর জন্য প্রথম রিলিজ হয়েছিল তখন এর সাইজ ছিল ৬জিবি। এরপর ৫ বছর পরে এনড্রয়েড এর জন্য অফিসিয়ালি রিলিজ হয়েছিল যার সাইজ ছিল ২.৫ জিবি। আসলে ৫ বছরে Rockstar এই গেম কম্প্রেস করে Android এ খেলার জন্য। এরপর আমরা পাই তার আসল মজা। আসলে তখনকার Android এ তা খেলা সম্ভব ছিল না। এজন্য তা পরে রিলিজ হয়।
মন্তব্য
কিন্তু আমি এটা বলছিনা যে GTA V একবারই খেলা যাবেনা। যদি GTA SA পিসি রিলিজের ৫ বছর পরে মোবাইলে খেলতে পারি তাহলে অবস্যই GTA V খেলতে পারব। ৫ বছর আগে কেও ভাবতে পারেনি যে GTA SA মোবাইলে খেলতে পারবে। কিন্তু তা সম্ভব হয়েছে এটিও হবে,তার জন্য অপেক্ষা করতে হবে।
আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। এখন আর অহেতুক কেও নেট সারচ করবেননা। আপনাদের মুল্যবান সময় বাচান। আমি বলি প্লে স্টোর এ অনেক গেম আছে তা ডাউনলোড দিয়া খেলুন মজা নিন। অযথা যা নেই তা নিয়ে সময় নষ্ট করবেননা।
অনেক সময় নিয়ে লিখলাম আপনাদের সুবিধার্থে।
আশা করি নিজ দায়িত্ব হিসেবে নিবেন।