আস-সালামুয়ালাইকুম, ( সালামের উত্তর নেয়া ওয়াজিব )
কেমন আছেন সবাই?
আমার ইনবক্স এ অনেক ম্যাসেজ আসে ভাই একটা ইন্ট্রো বানায় দিন। ব্যাস্ততার কারণে অনেকজনকে বানায় দিতে পারি না। তাই আজকে আমি আপনারদের শিখাবো ফ্রিতে কিভাবে খুব সহজে একটা ইন্ট্রো বানাবেন। আর সাথে আমি মেজবা উদ্দিন জিহাদ আছি আপনাদের সাথে ২৪ওয়ার্ল্ডটিপ্স এবং ট্রিকবিডির পক্ষ থেকে। তো বেশি বক বক করবো সরাসরী কাজে চলে যাব।
তাহলে শুরু করা যাক।
প্রথমে panzoid.com এই ওয়েবসাইট এ যান।
তারপর নিচে থেকে যেকোন একটি ইন্টো সিলেক্ট করুন
এখন Open the clipmarker ক্লিক করুন
সাইড থেকে বক্স এর মত এই অপশন এ ক্লিক করুন ।
এখন মার্ক করা জায়গার মত অপশন পাবেন সেখানে ক্লিক করুন
এখন নিচে মার্ক করা যায়গায় Name লিখাটি কেটে দিয়ে আপনার নাম লিখুন ।
এখন পাশে থাকা ডাউনলোড এ ক্লিক করুন
এখন render video তে ক্লিক করুন এবং রেন্ডার হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।
এখন ডাউনলোড ভিডীও তে ক্লিক করুন
যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিও টি দেখুন।
যদি এই টিটোরিয়ালটি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি Subscribe করতে ভুলবেন না ধন্যবাদ।